মাসবুক ওই মুসল্লিকে বলে যিনি ইমামের সঙ্গে নামাজের শুরুর কিছু অংশে শরিক ছিলেন না। তার নামাজের সাধারণ পদ্ধতি হলো- নামাজে ইমাম সাহেবকে যেখানেই পাবেন, আল্লাহু আকবার বলে জামাতে শরিক হয়ে যাবেন এবং ইমাম সাহেব সালাম ফেরানোর পর তিনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে স্বাভাবিক নিয়মে সানা, আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে নামাজ শুরু করে ছুটে যাওয়া নামাজ পূর্ণ করবেন।
আরও পড়ুন
মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ হবে?
তিন রাকাত হারানো মাসবুক সুরা মেলাবে কোন দুই রাকাতে?
বিজ্ঞাপন
নামাজে সানা পড়া সুন্নত। মাসবুকের সানা পড়ার বিধান হলো- ইমাম উঁচু স্বরে তেলাওয়াত করলে কিংবা রুকু অবস্থায় শরিক হলে সে সানা পড়বে না। আর যদি ইমামের তেলাওয়াত নিম্নস্বরের হয় তথা জোহর ও আছরের নামাজ হয়, তাহলে সে হাত বাঁধার পর সানা পড়ে নিবে। আর যদি কোনো রাকাত ছুটে যায়, তাহলে সে নিয়ত করে হাত বাঁধার পর সানা পড়বে না। বরং ইমাম সাহেব সালাম ফেরানোর পর, আল্লাহু আকবার বলে প্রথমে সানা পড়ে নিবে।
(আত তাজনিস: ২/৪৪; ফতোয়ায়ে খানিয়া: ১/৮৮; আলমুহিতুল বুরহানি: ২/১৩৩; আলবাহরুর রায়েক: ১/৩১১; হিন্দিয়া: ১/৯০)

