রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ হবে?

ইমামের সঙ্গে শুরু থেকে নামাজ পায়নি বরং নামাজের কিছু অংশ পেয়েছে—এমন মুক্তাদিকে মাসবুক বলে। মাসবুকের করণীয় হলো- ইমামের শেষ বৈঠকে নিজে শুধু তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সে তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেবে। (বাদায়েউস সানায়ে: ১/৩১৪)

মাসবুক প্রথমে কেরাতওয়ালা রাকাত আদায় করবে এবং পরে কেরাতবিহীন রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বে। তারপর শেষ বৈঠকে তাশাহহুদ-দরুদ-(দোয়ায়ে মাছুরা) পড়ে সালাম ফেরাবে। (আল মাবসুত, সারাখসি: ১/১৯০; বাহরুর রায়েক: ১/৩৭৯)


বিজ্ঞাপন


আরও পড়ুন
দ্বিতীয় রাকাতেও একই সুরা পড়লে নামাজ হবে কি?
একাকী নামাজে ইকামত দেওয়ার বিধান কী
চেয়ারে বসে নামাজ, যা জানা জরুরি

প্রশ্ন হলো- মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে নিলে তার নামাজ সহিহ হবে? অথবা ওই অবস্থায় তার করণীয় কী? 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মাসবুক ভুলে ইমামের সঙ্গে সালাম ফেরালে নামাজ ভাঙে না। তবে এক্ষেত্রে মাসবুকের সালাম যদি ইমামের সালামের পর হয় (আর সাধারণত এমনটিই হয়ে থাকে) তাহলে তার ওপর সাহু সেজদা ওয়াজিব হবে। সুতরাং এক্ষেত্রে নামাজশেষে সাহু সেজদা করতে হবে। আর যদি মাসবুকের সালাম ইমামের সালামের সঙ্গেই হয়, তাহলে এক্ষেত্রে সাহু সেজদা ওয়াজিব হবে না।

(মুসান্নাফে আব্দুর রাজজাক: ৩৫১১; শরহু মুখতাসারিত তাহাবি, ইসবিজাবি: ১/৩৫৮; ফতোয়ায়ে খানিয়া: ১/১০১; খুলাসাতুল ফতোয়া: ১/১৭৪; আদ্দুররুল মুখতার: ১/৫৯৯; রদ্দুল মুহতার: ১/৫৯৯)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর