জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে এক বা একাধিক রাকাত ছুটে গেলে বাকি নামাজ ইমামের সালাম ফেরানোর পর একাকী আদায় করাই নিয়ম। এক্ষেত্রে পদ্ধতি হলো- যথানিয়মে ইমামকে অনুসরণ করার পর শেষ বৈঠকে শুধু তাশাহুদ পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানো শেষ হলে ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেবে। (বাদায়েউস সানায়ে: ১/৩১৪)
প্রশ্ন হলো- মাসবুক যদি চার রাকাতবিশিষ্ট নামাজে তিন রাকাতই হারিয়ে বসে, তাহলে একাকী পড়ার সময় কোন রাকাতগুলোতে সুরা ফাতেহার পর অন্য সুরা মেলাবে?
বিজ্ঞাপন
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে ইমামের পেছনে তিন রাকাত না পেলে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের মধ্যে প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ রাকাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে। আর প্রথম রাকাতে বসে তাশাহুদ পড়ে উঠে যাবে। এর পরের রাকাতে না বসে শেষ রাকাত পড়ে বৈঠক করবে। (রদ্দুল মুহতার: ১/৫৯৬)
আরও পড়ুন: বিতর নামাজ কি শুধু এক রাকাত পড়লেও হয়?
মূলত মাসবুকের ছুটে যাওয়া নামাজ আদায়ে সুরা মেলানোর পদ্ধতি হলো, ছুটে যাওয়া রাকাতকে প্রথম ও শুরুর রাকাত ধরা হবে। আর বৈঠক ও তাশাহুদ পড়ার ক্ষেত্রে ইমামের সঙ্গে পঠিতগুলোকে প্রথম ধরে বাকিগুলোকে পরবর্তী গণ্য করে নামাজ আদায় করবে। (আল মাবসুত সারাখসি: ১/১৯০, বাহরুর রায়েক: ১/৩৭৯)
চার রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে ওই নামাজ একাকী পড়ার সময় যথারীতি উভয় রাকাতে কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং এর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে তাশাহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবে। (খুলাসাতুল ফতোয়া: ১/১৬৫)
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরজ নামাজের ৩য়-৪র্থ রাকাতে ফাতেহার সঙ্গে ভুলে অন্যসুরা পড়লে করণীয়
তিন রাকাতবিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে— ইমামের সালামের পর যথারীতি উভয় রাকাতেই কিরাত সুরা মিলিয়ে পড়বে এবং প্রথম রাকাতে বসে তাশাহুদ পড়ে উঠে যাবে। কেননা এ রাকাত বৈঠকের ক্ষেত্রে দ্বিতীয় রাকাত হিসেবে ধর্তব্য হবে। অতঃপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে। (রদ্দুল মুহতার: ১/৫৯৬)

