ইসলামি শরিয়তে পুরুষের সাজ-সজ্জার জন্য মেহেদি ব্যবহার নিষিদ্ধ হলেও নারীদের মেহেদি ব্যবহারে নিষেধাজ্ঞা নেই। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে। আর নারীর সুগন্ধি এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে। (সুনানে তিরমিজি: ২৭৮৭)
তাই পুরুষ সাজসজ্জার উদ্দেশে হাতে-পায়ে-নখে মেহেদি ব্যবহার করতে পারবে না। তবে চুল ও দাঁড়িতে ব্যবহার করতে পারবে। একইভাবে চিকিৎসার প্রয়োজনে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারবে—সেটা যে অঙ্গেই হোক না কেন। (তিরমিজি: ২৩৪১; রদ্দুল মুহতার: ৬/৪২২)
বিজ্ঞাপন
আরও পড়ুন
নারীর সুগন্ধি ব্যবহারে নবীজির নিষেধাজ্ঞা
নারী-পুরুষ একে অপরকে সালাম দেওয়া জায়েজ?
আর নারীদের জন্য হাতে-পায়ে মেহেদি ব্যবহার করা জায়েজ। কেউ কেউ বলেন, পায়ে মেহেদি ব্যবহার আদবের পরিপন্থী, কারণ তা দাড়িতে লাগনো হয়। এই যুক্তিটি ঠিক নয়। দাড়িতে লাগানো হয় বলে পায়ে লাগানো যাবে না-এটি মনগড়া কথা।
(আবু দাউদ: ৪৮৯০; ফাতহুল বারি: ১০/৩৬৭; রদ্দুল মুহতার: ৬/৪২২; খুলাসাতুল ফতোয়া: ৪/৩৭৩; মুসলিম: ২/১৯৯)

