রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৭০ হাজার বার কালেমা তাইয়েবা পড়লে কী হয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৪, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

৭০ হাজার বার কালেমা তাইয়েবা পড়লে কী হয়

মৃত ব্যক্তির জন্য ৭০ হাজার বার কালেমা তাইয়েবা পড়লে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে বলে একটি কথা প্রচলিত রয়েছে আমাদের সমাজে। অনেকে জীবদ্দশায় এই উদ্দেশ্যে ৭০ হাজার বার কালেমা পড়ে থাকেন। আবার কেউ কেউ বলেন, এতে মৃতব্যক্তির কবর আজাব হয় না। সত্যিই কি কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত? আসলে ৭০ হাজার বার কালেমা তাইয়েবা পড়লে কী হয়?

এ বিষয়ে ফুকাহায়ে কেরাম বলেন- ৭০ হাজার বার কালেমা তাইয়েবা পড়লে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে বা কবর আজাব হবে না—এ ধরণের কথা কোরআন-হাদিসের কোথাও নেই। বিষয়টি নিয়ে শায়খ ইবনে তাইমিয়া (রহ.)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটি সহিহ বা জয়িফ কোনো সনদেই বর্ণিত নেই।’ (মাজমুউল ফতোয়া, ইবনে তাইমিয়া: ২৪/৩২৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৪০ দিন জামাতে নামাজ পড়ার পুরস্কার

তবে, এটা সত্য যে, কালিমা তাইয়েবা পাঠ করা অনেক বড় সওয়াবের কাজ। হাদিসের ভাষ্য অনুযায়ী এটি উত্তম জিকির। একাধিক হাদিসে এ কালিমা পাঠের ফজিলত বর্ণিত হয়েছে। এক হাদিসে এসেছে- مَنْ قَالَ لَا إِلهَ إِلّا اللهُ صَادِقًا بِهَا دَخَلَ الْجَنّةَ ‘যে ব্যক্তি ইখলাসের সাথে لَا إِلهَ إِلّا اللهُ পাঠ করবে সে জান্নাতে যাবে। (মুসনাদে আহমদ: ১৯৬৮৯; শরহু মুশকিলিল আছার: ৪০০৩)

আরও পড়ুন: যে ৫টি আমল প্রতিদিন ১০০ বার করবেন

একবার মুসা (আ.)-কে আল্লাহ তাআলা এই কালেমার বৈশিষ্ট্য বর্ণনায় বলেছেন, হে মুসা! যদি সাত আসমান ও আমি ভিন্ন তার সমস্ত অধিবাসী এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয়, আর ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এক পাল্লায় রাখা হয়। তাহলে নিশ্চিত ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর পাল্লা ভারী হবে। (শরহুস সুন্নাহ: ১২৭৩;  মুস্তাদরাক হাকেম: ১৯৭২)


বিজ্ঞাপন


তাই যত বেশি সম্ভব নিজে কালিমা তাইয়েবা পাঠ করা কিংবা কোনো মৃত ব্যক্তির ঈসালে সওয়াবের জন্য বেশি বেশি কালেমা তাইয়েবা পাঠ করা নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু প্রশ্নোক্ত সংখ্যা ও পদ্ধতির কোনো দালিলিক ভিত্তি নেই। তাই এ পদ্ধতি ও বিশ্বাস বর্জনীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন-সুন্নাহর বাইরের কোনো কিছু বিশ্বাস করা ও ইবাদত হিসেবে গ্রহণ করা থেকে হেফাজত করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর