এক মাস সিয়াম-সাধনার পর সৌদি আরবের পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আজ বুধবার। হারামাইন কর্তৃপক্ষ দুই পবিত্র মসজিদের ইমামতি ও খুতবার জন্য দুজন প্রসিদ্ধ ইমামের নাম ঘোষণা করেছেন।
এর মধ্যে মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ঈদুল ফিতরের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়েখ সালেহ আল হুমাইদ।
বিজ্ঞাপন

মদিনার মসজিদে নববিতে ইমামতি ও খুতবা প্রদান করবেন নববিরই প্রসিদ্ধ ইমাম শায়েখ আহমেদ হুজাইফি।
হারামাইন কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী দুই পবিত্র মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে। সূত্র: হারামাইন শরিফাইন

