শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

মসজিদের নির্মাণ কাজ চলাকালীন অস্থায়ী নামাজ ঘরে ইতেকাফ করা জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

মসজিদের নির্মাণ কাজ চলাকালীন অস্থায়ী নামাজ ঘরে ইতেকাফ করা জায়েজ?

পবিত্র রমজানে ইতেকাফ অনেক ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহর নৈকট্যলাভের বড় মাধ্যম। লাইলাতুল কদরপ্রাপ্তির মতো সুমহান ফজিলত লাভ হয় এই ইবাদতের মাধ্যমে। রমজানের শেষ দশকের এই ইতেকাফ সুন্নতে মুয়াক্কাদা কিফায়াহ। অর্থাৎ কোনো মসজিদ মহল্লায় কয়েকজন বা কোনো একজন আদায় করলে সবাই দায়মুক্ত হবে। আর কেউই আদায় না করলে সবাই সুন্নত তরকের জন্য দায়ী থাকবে। যিনি বা যারা আদায় করবেন, শুধু তিনি বা তারাই সওয়াবের অধিকারী হবেন।

ইতেকাফ শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত হলো- ইতেকাফ মসজিদে হতে হবে। যে মসজিদে জামায়াত হয় সেরকম মসজিদ। অন্যথায় ইতেকাফ হবে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বেখেয়ালে মসজিদ থেকে বের হলে ইতেকাফ ভেঙে যাবে?

প্রশ্ন হলো- নির্মাণকাজের কারণে মসজিদের কাছাকাছি নির্মিত অস্থায়ী নামাজঘরে ইতেকাফ করা যাবে কি না?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, ইতেকাফ শুধু মসজিদেই করা যাবে। অস্থায়ী নামাজ ঘরে ইতেকাফ সহিহ নয়। সুতরাং যারা ইতেকাফ করতে ইচ্ছুক তারা অন্য মসজিদে গিয়ে ইতেকাফ করবেন। আর নির্মাণাধীন মসজিদে সুব্যবস্থা না থাকলে সেখানে ইতেকাফ না করলেও চলবে। এতে কোনো অসুবিধা হবে না। 

(সুনানে কুবরা, বায়হাকি: ৪/৩১৬; কিতাবুল হুজ্জাহ: ১/২৬৪; মাবসূত, সারাখসি: ৩/১২১; আলমুগনি, ইবনে কুদামা: ৪/৪৬১; বাদায়েউস সানায়ে: ২/২৮০; ফতোয়ায়ে খানিয়া: ৩/২৯০)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর