শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আগুন লাগলে যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ০৮:৫৭ পিএম

শেয়ার করুন:

আগুন লাগলে যে দোয়া পড়বেন

অগ্নিকাণ্ড, বিপদাপদ যেকোনো সময় ঘটতে পারে। এসময় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পাশাপাশি বিশেষ আমলের কথা রয়েছে হাদিস শরিফে।

হজরত আবদুল্লাহ ইবনে উমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল (স.) বলেন, ‘তোমরা যখন কোথাও আগুন (লাগতে) দেখো, তখন তোমরা তাকবির দাও। কারণ তাকবির আগুন নিভিয়ে দেবে।  (তাবরানি: ১/৩০৭) 


বিজ্ঞাপন


তাকবির হলো- اللَّهُ أَكْبَرُاللَّهُ أَكْبَرُ ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ: আল্লাহ মহান। আল্লাহ মহান। 

আরও পড়ুন: আগুন নিয়ে নবীজির ভবিষ্যদ্বাণী

ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘আগুন যত প্রলয়ঙ্করী হোক; তাকবিরের মাধ্যমে তা নিভে যায়। আর আজানের মাধ্যমে শয়তান পলায়ন করে। (আল-ফতোয়া আল-কুবরা: ৫/১৮৮)

সুতরাং কোথাও আগুন লাগলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সঙ্গে সঙ্গে উল্লেখিত আমলটি করা মুসলমানের জন্য বাঞ্ছনীয়।


বিজ্ঞাপন


এছাড়াও পবিত্র  কোরআনের একটি আয়াত রয়েছে, যেটি পড়লে আগুন নেভাতে প্রভাব পড়বে এবং আগুনের ক্রিয়া নিস্তেজ হয়ে যাবে। আয়াতটি হলো-  قُلۡنَا یٰنَارُ کُوۡنِیۡ بَرۡدًا وَّ سَلٰمًا عَلٰۤی اِبۡرٰهِیۡمَ  উচ্চারণ: কুলনা ইয়া না-রু কু-নি বারদাওঁ ওয়া সালা-মান আলা ইবরাহিম। অর্থ: আমি বললাম, ‘হে আগুন! তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ 

আরও পড়ুন: হাদিসে কেয়ামতের আগে সমাজের চিত্র

এই আয়াতের তাফসিরে এসেছে, আল্লাহর নবী হজরত ইবরাহিমকে (আ.) আগুন যেন স্পর্শ না করে, সেজন্য আল্লাহ আগুনকে আদেশ করলেন যে, ‘তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।’ আলেমরা বলেন, ‘শীতল’ বলার সঙ্গে ‘নিরাপদ’ শব্দ যদি আল্লাহ না বলতেন, তাহলে ওর শীতলতা ইবরাহিম (আ.)-এর জন্য অসহনীয় হত। মোট কথা- এটি একটি মস্তবড় মোজেজা যে আল্লাহর হুকুমে আকাশছোঁয়া অগ্নির লেলিহান শিখা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে ইবরাহিম (আ.)-এর জন্য। আর এভাবে আল্লাহ খাস বান্দাকে শত্রুদের কবল হতে রক্ষা করলেন। (তাফসিরে আহসানুল বায়ান, সুরা আম্বিয়া: ৬৯)

তাই অগ্নিকাণ্ডের সময় উল্লেখিত আয়াত পাঠ করাও গ্রহণযোগ্য আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনার ব্যাপারে সাবধানতা অবলম্বনের তাওফিক দান করুন এবং উল্লেখিত আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর