সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোরআন তেলাওয়াতের সময় কেউ সালাম দিলে জবাব দিতে হবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

কোরআন তেলাওয়াতের সময় কেউ সালাম দিলে জবাব দিতে হবে?

সালাম ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাতের সময় সালাম দেওয়া সুন্নত এবং কেউ সালাম দিলে তার জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু কোরআন তেলাওয়াতরত ব্যক্তিকে সালাম দেওয়া অনুচিত। 

কেননা এর দ্বারা তেলাওয়াতে ব্যাঘাত ঘটে। তাই কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে তা বুঝতে পারলে তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকা চাই। এরপরও যদি কেউ তিলাওয়াতকারী ব্যক্তিকে সালাম দিয়ে ফেলে তাহলে তেলাওয়াতকারীর জন্য সেই সালামের জবাব দেওয়া ওয়াজিব নয়। রাস্তায় হাঁটাচলার সময় অনেকে কোরআন তেলাওয়াত করে থাকেন। ওই অবস্থায়ও কেউ সালাম দিলে জবাব দেওয়া ওয়াজিব নয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন
নারী সালাম দিলে উত্তর দেওয়া জরুরি?
ভিক্ষুকের সালামের জবাব দিতে হবে?
আজান শুনলে কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে কি?

তবে উত্তর দিতে চাইলে ওয়াফকের জায়গা পর্যন্ত পড়ে সালামের উত্তর দেওয়া যাবে।

(তাবয়িনুল হাকায়েক: ১/৩৯৫; আলবাহরুর রায়েক: ২/৯; রদ্দুল মুহতার: ১/৬১৭-৬১৮, ৬/৪১৫; ফতোয়া তাতারখানিয়া: ১৮/৮২; ফাতহুল কাদির: ১/২১৭; ফতোয়ায়ে হিন্দিয়া: ৫/৩২৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর