ইসলামে সর্বোত্তম ও সবচেয়ে সম্মানজনক মৃত্যু হলো শহীদি মৃত্যু। প্রকৃত শহীদ হলো- যারা তাওহিদের কালেমাকে সমুন্নত করার খালেস নিয়তে আল্লাহর পথে লড়াই করে মারা যায়। আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ‘আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত; কিন্তু তোমরা অনুভব করতে পার না।’ (সুরা বাকারা: ১৫৪) অন্য আয়াতে এসেছে, তারা রবের পক্ষ থেকে রিজিকপ্রাপ্ত। (সুরা ইমরান: ১৬৯)
বিজ্ঞাপন
মাসরুক (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.)-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আবদুল্লাহ (রা.) বলেন, আমি এ আয়াত সম্পর্কে (রাসুলুল্লাহ স.-কে) জিজ্ঞাসা করেছিলাম। তখন তিনি বললেন, তাদের রুহসমুহ সবুজ পাখির পেটে (রক্ষিত থাকে) যা আরশের সাথে ঝুলন্ত দীপাধারে বাস করে। জান্নাতের সর্বত্র তারা যেখানে চায় সেখানে বিচরণ করে। অবশেষে সেই দীপাধারগুলোতে ফিরে আসে।
একবার তাদের পালনকর্তা তাদের দিকে তাকালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমাদের কি কোনো আকাঙ্ক্ষা আছে? জবাবে তারা বললো- আমাদের আর কী আকাঙ্ক্ষা থাকতে পারে, আমরা তো যথেচ্ছভাবে জান্নাতে বিচরণ করছি। আল্লাহ তাআলা তাদের এরূপ (প্রশ্ন) তিন তিনবার করলেন।
যখন তারা দেখলো, কিছু প্রার্থনা না করে থেকে রেহাই পাচ্ছে না তখন তারা বললো- হে আমাদের প্রতিপালক! আমাদের আকাঙ্ক্ষা হয় যদি আমাদের রুহগুলোকে আমাদের দেহগুলোতে ফিরিয়ে দিতেন আর পুনরায় আমরা আপনারই পথে নিহত (শহীদ) হতে পারতাম। যখন (আল্লাহ) দেখলেন, তাদের আর কোনো প্রয়োজন অবশিষ্ট নাই, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো (আর প্রশ্ন করা হলো না)। (সহিহ মুসলিম: ৪৭৩২)
বিজ্ঞাপন
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যখন তোমাদের ভাইয়েরা ওহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন, আল্লাহ তাদের রুহগুলো সবুজ পাখির পেটে রাখেন, তারা জান্নাতের নহরসমূহ বিচরণ করে, তার ফল ভক্ষণ করে এবং আরশের ছায়ার নিচে ঝুলন্ত স্বর্ণের প্রদীপে এসে আশ্রয় গ্রহণ করে। যখন তারা নিজেদের সুস্বাদু খাদ্য-পানীয় এবং সুন্দর বিছানা গ্রহণ করল, বলল- আমাদের হয়ে আমাদের ভাইদেরকে কে পৌঁছাবে যে, আমরা জান্নাতে জীবিত, আমাদেরকে রিজিক দেওয়া হয়, যেন তারা জিহাদ থেকে পিছপা না হয় এবং যুদ্ধের সময় ভীরুতা প্রদর্শন না করে? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের হয়ে তাদেরকে পৌঁছে দেব’। তিনি বলেন, অতঃপর আল্লাহ তাআলা নাজিল করেন- ‘আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না’ আয়াতের শেষ পর্যন্ত। (আবু দাউদ ও আহমদ, হাদিসে কুদসি: ৬৪; মেশকাত: ৩৮৫৩)

