জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে পতিত ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। সঙ্গে অভিযোগ করলেন, দেশে যে ভোট ডাকাতির একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে, তার প্রতিটিকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি।
বুধবার (১১ জুন) দুপুরে রংপুরের পীরগাছায় এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন আখতার হোসেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পরিবারসহ আখতার হোসেনকে হত্যার হুমকি
এসময় তিনি বিগত সময়ে যেসব ব্যক্তি ও দল নিজেদের আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রেখেছিল, তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এনসিপি নেতা বলেন, ‘বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি।’
আরও পড়ুন: আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় লিখতে হবে: আখতার হোসেন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।’
আখতার হোসেন বলেন, ‘জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতিতে যে জাতীয় আবেদন, সেটা শেষ হয়ে গেছে। একইসঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে, সে প্রতারণার জন্য তারা এখনো জাতির কাছে ক্ষমাপ্রার্থনা করেনি। সেক্ষেত্রে আমরা মনে করি, বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে, সেই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়।’
আরও পড়ুন: সংস্কার এড়িয়ে ভোটের দিকে গেলে এনসিপি কর্মসূচি দেবে: আখতার
এনসিপির এ নেতা বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সকলের ব্যাপারে যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হয়। বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থী কোনো দল যেন রাজনীতি করার সুযোগ না পায়।’
এ জন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী শক্তি হয়ে কাজ করার আহ্বান জানান জুলাই বিপ্লবের অন্যতম এই সংগঠক।
এএইচ