সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় লিখতে হবে: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগের নাম সন্ত্রাসীদের খাতায় লিখতে হবে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, যেই আওয়ামী লীগ বাংলাদেশ মানুষের ওপর বারংবার গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি এদেশে চলতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা আগের কোনো তত্ত্বাবধায়ক সরকারের মত নয়। আপনারা জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে আইনি বাঁধা কোথায়?

শুক্রবার (২ মে) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর এনসিপি।


বিজ্ঞাপন


সদস্য সচিব আখতার হোসেন বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই বাংলায় আর আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ, তারা এই বাংলায় গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের খাতা থেকে মুছে সন্ত্রাসীদের খাতায় লিখতে হবে।

এনসিপির এই নেতা বলেন, আওয়ামী লীগসহ এই সংগঠনের দোসরদের বিরুদ্ধে বাংলার ছাত্র-জনতারা দুর্গ গড়ে তুলবে। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু এনসিপির দায় নয়, দেশের সকল রাজনৈতিক দল এবং যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি —সবার ঐক্যবদ্ধ হতে হবে তাদের নিষিদ্ধের ব্যাপারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া সংগঠনের উত্তরাঞ্চলের মুখ সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ সংগঠনের বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

এএসএল/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর