দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম বিরাজ করছে, এর মধ্যে কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী সপ্তাহে সারাদেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটি ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার ফলে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞাপন
আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির আভাস নেই, তবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
শুক্রবার (৪ এপ্রিল) থেকে সিলেট বিভাগের কিছু স্থানে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু অংশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, যশোরে গতকাল (৩১ মার্চ) দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর নীলফামারী জেলার ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, যশোর, ঢাকা, ফরিদপুর এবং রাঙামাটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এটি বজায় থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞাপন
এছাড়া, আগামী বুধবার (২ এপ্রিল) সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, তবে পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার (৫ এপ্রিল) থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দেশে তাপপ্রবাহ এবং বৃষ্টি চলতে থাকতে পারে, তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এইউ