মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

যাত্রাবাড়ীতে ২০০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে আনুমানিক ছয় লক্ষ টাকা মূল্যের দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে  ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম— শেখ মহিউদ্দিন আজম ওরফে আজম (২৮)। এসময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানায়, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি চৌকস টিম। অভিযানকালে মাদক কারবারি মহিউদ্দিনকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে মহিউদ্দিন জানায়, গ্রেফতারকৃত মহিউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজের কাছে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন