এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে রাজধানীর লাগোয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল। দিন দিন ভয়ংকর হয়ে উঠেছে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক। আশেপাশেও রয়েছে চরম নিরাপত্তাহীনতা। একদিকে খুনের পর লাশ ফেলে দেওয়ার নিরাপদ স্থান অন্যদিকে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। পরপর তিন দিনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পাঁচজন। নিহতরা সবাই তরুণ-তরুণী। গত পাঁচ বছরে এই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারয়িছে ৭৪ জন।
অভিযোগ রয়েছে, এখানে নেশাগ্রস্ত হয়ে বেপোরোয়া গতিতে মোটরসাইকেল, প্রাইভেটকার চালায় তরুণরা। সবশেষ ১৯ ডিসেম্বর বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিনজনের মধ্যে দুইজনের ডোপ টেস্টের পর মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, গত পাঁচ বছরে ৩০০ ফুট সড়কে দুর্ঘটনায় ৭৪ জনের প্রাণহানি ঘটেছে। শুধু ২০২৪ সালে নিহত হয়েছে ১২ জন। অন্যদিকে গত তিন দিনে নিহত হয়েছে পাঁচজন। ৩০০ ফুট এলাকায় অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্সবিহীন গাড়িচালক, ফিটনেসবিহীন গাড়ি, দ্রুতগতিতে গাড়ি চালানো ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে জানা গেছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বরে পূর্বাচলের ৩০০ ফুট সড়কে যৌথ বাহিনীর অভিযানে ১১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়। এছাড়া জরিমানা আদায় করা হয় দুই লাখ ৭০ হাজার টাকা।
সূত্রটি আরও জানায়, গত বছর পুলিশ অভিযান চালিয়ে ২০০ গাড়িকে অতিরিক্ত গতির জন্য সতর্ক করে দেয়। ট্রাফিক আইন ভাঙার অভিযোগে ১৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়। পাশাপাশি ১৪টিকে রেকার দিয়ে টেনে নিয়ে যাওয়া এবং পাঁচটিকে ডাম্পিংয়ে পাঠানো হয়। অভিযান বন্ধ থাকার কারণে মোটরসাইকেল ও যানবাহনের বেপরোয়া গতি আবার বেড়ে গেছে বলে মনে করে পুলিশ।
বিজ্ঞাপন
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই সড়কে গত ১৭ ডিসেম্বর সুজনা ও তার বন্ধু কাব্য মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন। ১৮ ডিসেম্বর ভূঁইয়া বাড়ি সেতুর সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিপন ও রউফ নামে দুজন নিহত হন। সবশেষ ১৯ ডিসেম্বর রাতে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বুয়েটের ছাত্র মুহতাসিম মাসুদ নিহত হন। সব দুর্ঘটনা বিশ্লেষণ করে জানা গেছে, এই সড়কে দুর্ঘটনাগুলোর মধ্যে ৯০ শতাংশই মোটরসাইকেলের। খোঁজ নিয়ে জানা গেছে, নির্জন ও সেফ জোন হওয়ায় বাইরে হত্যার পর নির্বিঘ্নে লাশ ফেলে রেখে যায় এসব স্থানে।

বিশ্বের অন্যতম আধুনিক শহর পূর্বাচল উপশহর। রাজউকের অধীনে গড়ে ওঠা পূর্বাচলের সিংহভাগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গড়ে উঠলেও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা থেকেও কিছু অংশ পূর্বাচলে নেওয়া হয়েছে। পূর্বাচলের দৃষ্টিনন্দন ৩০০ ফুট সড়ক যে কারো মন কাড়তে বাধ্য। তাই তো শহরের ব্যস্ততা থেকে একটুখানি অবসরের আশায় ভ্রমণপিপাসুরা বেড়াতে আসেন পূর্বাচলে। পূর্বাচল উপশহর ঢাকাসহ আশপাশের বাসিন্দাদের ঘুরে বেড়ানোর জন্য অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। পূর্বাচলকে ঘিরে গড়ে উঠেছে লোভনীয় সব ফাস্টফুড, হাঁসের মাংস, চিতই পিঠা, চাপটি, খেলনার দোকান, মিষ্টির দোকান, নানা ধরনের পিঠা ও নানা ধরনের কাঁচা শাক সবজির দোকানসহ হরেক রকমের কয়েক হাজার দোকানপাট।
দিনের আলো ও সন্ধ্যার দিকে পূর্বাচল পর্যটকে মুখরিত থাকলেও সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার ও সুনশান নীরবতা। রাত যতই গভীর হতে থাকে ততই বাড়তে থাকে এই নীরবতা। রীতিমতো গা ছমছমে পরিবেশ। ৩০০ ফুট সড়কে সড়ক বাতি থাকলেও পূর্বাচলের ভেতরে শাখা রাস্তাগুলোতে কোনো সড়ক বাতির ব্যবস্থা নেই। এ কারণে ভেতরে রাস্তাগুলো থাকে নীরব ও সুনশান। এসব জায়গায়ই অপরাধীদের উপযুক্ত স্থান। তাই পূর্বাচল উপ-শহরে ঘটে চলছে একের পর এক অপরাধ কর্মকাণ্ড।
পূর্বাচলের বিশাল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা না থাকায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েই চলছে দিন দিন। গত আট বছরে পূর্বাচল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে পূর্বাচল উপশহর লাশের ডাম্পিং পয়েন্টে পরিণত হয়েছে। হত্যার পর লাশ ফেলা হয় এখানকার নির্জন স্থানে।
আট বছরে পূর্বাচলের বিভিন্ন এলাকা থেকে ২১টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ চলতি বছরের ১৩ নভেম্বর সকালে জসিম উদ্দিন নামে নারায়ণগঞ্জের এক শিল্পপতির সাত টুকরা লাশ পূর্বাচলের ৫নং সেক্টরের একটি লেক থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ১৭ নম্বর সেক্টর থেকে জসিম উদ্দিনের লাশের আরও তিনটি টুকরো উদ্ধার করা হয়। পরকীয়ার জের ধরে শিল্পপতি জসিম উদ্দিনকে হত্যা করা হয় ঢাকার কোনো এক স্থানে। তারপর সেভ জোন হিসেবে ফেলে রেখে যায় রূপগঞ্জের পূর্বাচলে। এ ঘটনায় রুমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ। একই বছরের ২৪ সেপ্টেম্বর পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়। ২০১৭ সালের ২৪ এপ্রিল ১৩ নম্বর সেক্টরে ব্রিফকেসের ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ১১ নম্বর সেতুর নিচ থেকে গুলিবিদ্ধ সোহাগ, শিমুল ও আজাদ নামে তিন যুবকের মরদেহ, একই বছরের ৭ নভেম্বর ১০ নম্বর সেক্টর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
২০১৯ সালে ভোলানাথপুরের কাশফুলের ঝোঁপ থেকে এক ধর্ষিতার তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। একই বছরের ১৬ নভেম্বর নিখোঁজের চার দিন পর মাওলা (১৬) নামে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়। ২০২০ সালের ১২ জানুয়ারি ৮ নম্বর সেক্টর থেকে মজুর উদ্দিনের মরদেহ, ২০২১ সালের ৩ জানুয়ারি ১০ নম্বর সেক্টর থেকে মিলন মিয়ার মরদেহ, একই বছরের ২৩ আগস্ট ৪ নম্বর সেক্টর থেকে সাত মাসের নবজাতকের মরদেহ, একই বছরের ৮ অক্টোবর ৭ নম্বর সেক্টর থেকে হৃদয় হাসানের মরদেহ উদ্ধার করা হয়।

২০২১ সালের ১৬ অক্টোবর পূর্বাচলের ২৬ নম্বর সেক্টর থেকে সাইফুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। একই বছর অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ৪ নম্বর সেক্টর থেকে উদ্ধার করে। ২০২২ সালের ১৯ মে ২৫ নম্বর সেক্টর থেকে মজিবুর রহমানের মরদেহ, একই বছরের ২৭ ডিসেম্বর অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। গত বছরের ৭ জুলাই ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বছরের ২৪ আগস্ট ২০ নম্বর সেক্টর এলাকার একটি সবজিক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঢাকা মেইলকে বলেন, ‘চেকপোস্টের জন্য প্রয়োজনীয় সামগ্রী যথেষ্ট পরিমাণে নেই। ফলে একসঙ্গে ১৫ থেকে ২০ জন বাইকার আসছে, তাদের থামানোও সম্ভব হচ্ছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটা যানবাহনের চাপ কমে যাওয়ায় উচ্চ গতি ও স্টান্টবাজিতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।’
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘সড়কটা অনেক বড়। সড়কটার একটা অংশ দেখে ডিএমপি। আরেকটা অংশ রূপগঞ্জ থানা। সড়কে চেকপোস্ট রয়েছে। তারপরও সম্ভব হচ্ছে না। বেশির ভাগ দুর্ঘটনা বাইকারদের। শিগগিরই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।’
প্রতিনিধি/জেবি