বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

মেজর ও মুসলিম পরিচয়ে সান্টু বিশ্বাসের প্রতারণার ফাঁদ!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রথমে ফেসবুকে সখ্য গড়তেন সান্টু বিশ্বাস (৩৯)। পরে প্রেমের সম্পর্ক গড়ে শারীরিক সম্পর্ক এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইলিং করাই ছিল তার নেশা। ঢাকা-যশোর রুটের যশোর ট্রাভেলস নামে পরিবহন ও বিশ্বাস গার্মেন্টসের মালিক বলেও নিজেকে পরিচয় দিতেন।

একইভাবে শামীমা (ছদ্মনাম) নামে দুই সন্তানের মা এক বিধবার সাথে সম্পর্ক গড়েন। তাকেও তিনি ব্ল্যাকমেইলিং করে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। অবশেষে সেই নারী অভিযোগ করায় সান্টুকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


বিজ্ঞাপন


সান্টুর গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া গ্রামে। তার বাবার নাম শ্যামল বিশ্বাস।

সান্টু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সেই নারীর সাথে শারীরিক সম্পর্ক গড়েন এবং প্রতারণা করেন।

মঙ্গলবার সিআইডির সাইবার পুলিশ সেন্টার গাজীপুর চৌরাস্তা সংলগ্ন অনুপম সুপার মার্কেট থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অপরাধ কাজে ব্যবহৃত তিনটি ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান এসব তথ্য জানান।


বিজ্ঞাপন


সান্টু  বিশ্বাসের প্রতারণার ফাঁদ

সিআইডি জানায়, শামীমা (ছদ্ম নাম) স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর দুই সন্তান নিয়ে বসবাস করছিলেন। ২০২১ সালে তার সাথে পরিচয় হয় সান্টু বিশ্বাসের। সান্টু নিজেকে একজন মুসলিম এবং মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা পরিচয় দেন। শামীমার সরলতার সুযোগ নিয়ে বিবাহ বন্ধনের মিথ্যা ডকুমেন্টস তৈরি করে তাতে স্বাক্ষর নিয়ে নেন।  এরপর স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তারা বিভিন্ন সময় ও স্থানে শারীরিক সম্পর্ক করতে থাকেন। এসময় সান্টু বিশ্বাস গোপনে তাদের ব্যক্তিগত ভিডিও ও ছবি ধারণ করে রাখতেন। সান্টু সেনা কর্মকর্তা ছাড়াও নিজেকে ঢাকা-যশোর রুটের যশোর ট্রাভেলস নামক পরিবহন ও বিশ্বাস গার্মেন্টসের মালিক হিসেবে পরিচয় দেয় এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা বলে শামীমার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেন। এক সময় শামীমা বুঝতে পারেন যে, সান্টু বিশ্বাস আসলে কোনো সেনা কর্মকর্তা নন, একজন প্রতারক।

আরও পড়ুন

চাকরি ও বিয়ের ফাঁদে নারী পাচার, দুই চীনা নাগরিক গ্রেফতার

দোকান কর্মচারী সেজে স্বর্ণ চুরির পরিকল্পনা!

জালিয়াতি ফাঁস হয়ে যাওয়ার পর শামীমা সান্টু বিশ্বাসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। তবে সান্টু বিশ্বাস এখানেই থেমে না থেকে কিছুদিন পর শামীমার সাথে যোগাযোগ শুরু করেন এবং সোশ্যাল মিডিয়ায় তার অশালীন ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দেন। চলতি বছরের ৮ মে সান্টু বিশ্বাস শামীমা ও তার ছেলের মোবাইলে কিছু আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন এবং হুমকি দেন- যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পাঠানো হয়, তবে এসব ভিডিও ইন্টারনেন্টে ছড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার পর শামীমার ছেলে পরিবারের সাথে আলোচনা করে লালবাগ থানায় একটি মামলা করেন। সেই মামলায় সান্টুকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর