বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

শীতে ভালো থাকুক আপনার পোষ্য

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১০:০০ এএম

শেয়ার করুন:

শীতে ভালো থাকুক আপনার পোষ্য

শীত আসছে বলে সেরে নিচ্ছেন প্রস্তুতি। পরিবারের সবার গরম পোশাক, ওষুধ গুছিয়ে রাখছেন এখনই। শীত এলে অভিভাবকরা নিজেদের থেকেও বেশি চিন্তিত থাকেন সন্তানদের নিয়ে। যাদের ঘরে কোনো পোষ্য রয়েছে তাদের চিন্তাও কম নয়। কারণ, তাদের কাছে পোষা বিড়াল, কুকুর বা পাখিটিই সন্তানের মতো। 

শীতে আমাদের যেমন অতিরিক্ত যত্নের প্রয়োজন, তেমন পোষ্যেরও দরকার বাড়তি যত্ন। এসময় নানা রোগে আক্রান্ত হতে পারে তারা। বিশেষত হৃদরোগে আক্রান্ত হওয়া আশঙ্কা বাড়ে শীতে। পোষ্য যদি বিড়াল হয় তবে সবচেয়ে বেশি সাবধানে থাকতে হবে। 


বিজ্ঞাপন


pet

পশুরোগ বিশেষজ্ঞদের মতে, শীতে বিড়ালদের হৃদরোগ হওয়ার আশঙ্কা অনেকটাই বেশি। তবে পোষ্য তার অভিভাবককে সে কথা বুঝতে দিতে চায় না। শারীরিক অস্বস্তি হলেও লুকিয়ে রাখতে চেষ্টা করে। ফলে বিপদের ঝুঁকি আরও বাড়ে। যেহেতু আদুরে পোষ্য মুখ ফুটে নিজের অসুস্থতার কথা প্রকাশ করতে পারে না তাই অভিভাবকদেরই সতর্ক হতে হবে। 

কেমন হৃদরোগ হতে পারে পোষ্যের?

বিড়ালের সবচেয়ে সাধারণ হৃদরোগ কার্ডিওমায়োপ্যাথি। এক্ষেত্রে পোষ্যের হৃদপিণ্ডের বাম অলিন্দের গাত্র পুরু হয়ে যায়। ফলে অলিন্দের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। যা শরীরে রক্ত সঞ্চালনে বাধা তৈরি করে। রক্ত সঞ্চালন আটকে গেলে ফুসফুসে তরল জমতে থাকে। বিজ্ঞানের পরিভাষায় তখন কনজেস্টিভ হার্ট ফেইলিওর হয়। 


বিজ্ঞাপন


pet

শীতে পোষ্যের যত্ন নেবেন কীভাবে? চলুন জেনে নিই কিছু উপায়-

ওজন নিয়ন্ত্রণ

মানুষের মতো পোষ্যের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত ওজন হৃদরোগের আশঙ্কা বাড়ায়। বেশ কিছু সমীক্ষাতে এই কথার প্রমাণ মিলেছে। শীতে পোষ্য যেন নিয়মিত চলফেরা, দৌড়ঝাঁপ করে সেদিকে নজর দিন। নির্দিষ্ট কিছু ক্রিয়াকলাপ প্রতিদিন করলে ওজন সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

pet

ডায়েট মেনে চলা

ভাবছেন পোষ্যর আবার কীসের ডায়েট? আদুরে প্রাণীটির খাদ্যাভ্যাস ঠিক রাখার দায়িত্ব আপনার। পশু চিকিৎসকদের মতে, প্রতিদিন নির্দিষ্ট মাত্রার থেকে বেশি ক্যালোরি খেলে পোষ্যের ওজন বেড়ে যায়। যা শারীরিক সমস্যার কারণ হতে পারে। 

>> আরও পড়ুন: আসছে শীত, বাড়ছে হাঁটু ব্যথা— কী করণীয়

>> আরও পড়ুন: শীতে শিশুর যত্ন-আত্তি

>> আরও পড়ুন: শীতকালে কি শসা খাওয়া উচিত?

হৃদযন্ত্রের যত্ন 

নিয়মিত হৃদযন্ত্রের যত্ন নেওয়া জরুরি। বছরে একবার করে অন্তত হৃদযন্ত্রের পরীক্ষা করানো উচিত। ও কিন্তু নিজের অসুস্থতার কথা বলতে পারবে না। তাই কোনো অস্বাভাবিক আচরণ দেখলে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

pet

সাপ্লিমেন্ট

টরিন সাপ্লিমেন্ট আপনার পোষ্যের জন্য উপকারী। অনেকসময় পোষ্যের ডায়েট চিকিৎসকই তৈরি করে দেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ডায়েটে রাখা যেতে পারে। এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে পোষ্যেরও কোনও ক্ষতি হয় না‌। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে। 

pet

শীতে ভালো থাকুন আপনি। সেই সঙ্গে ভালো থাকুক আপনার অতি আদরের পোষ্য। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর