নারী আর পুরুষের পোশাক ভিন্ন হয়। এ কথা সবারই জানা। কিন্তু অনেকেই জানেন না যে পোশাকের বোতামের অবস্থানও নারী-পুরুষ ভেদে ভিন্ন হয়। সারা বিশ্বজুড়েই এই চল রয়েছে। সাধারণত পুরুষের পোশাকের বোতাম থাকে ডান দিকে। কিন্তু নারীদের পোশাকের বোতাম থাকে বাম দিকে।
বোতামের অবস্থানের ভিন্নতা রয়েছে সে কথা তো জানা গেল। কিন্তু কেন এমন নিয়ম? এর ব্যাখ্যা কি? বোতামের বাম-ডান নিয়ে রয়েছে নানা মুনির নানা মত। চলুন জেনে নিই বিস্তারিত-
বিজ্ঞাপন

পোশাক পরানো
নারীদের পোশাকে বাম পাশে বোতাম থাকা নিয়ে বহুল প্রচলিত মত হলো, রেনেসাঁ ও ভিক্টোরীয় যুগের অভিজাত নারীদের পোশাক পরার ধরনের মধ্যেই রহস্য লুকিয়ে রয়েছে। সেই যুগে পুরুষদের তুলনায় নারীদের পোশাক বেশি ওজনের হতো। বেশিরভাগ ক্ষেত্রে সেসব পোশাক একা পরা সম্ভব হতো না। পরিচারকের সাহায্য নিয়ে নারীরা পোশাক পরতেন। এমনকি জামাকাপড়ে বোতামও আঁটকে দিতেন তারা।
>> আরও পড়ুন: নারীর যে ৫ আচরণ সহ্য করতে পারেন না পুরুষ
বিজ্ঞাপন
বলা হয়, পরিচারকদের সুবিধার জন্যই নাকি নারীদের পোশাকের বাঁ-দিকে বোতাম দেওয়া হতো। যেন তারা ডান হাত দিয়ে বোতাম আটকাতে পারেন।

সন্তানকে স্তন্যদান
আরেকটি তত্ত্ব অনুযায়ী, মায়েরা সন্তানদের স্তন্যপান করানোর জন্য বেশিরভাগ সময়ে তাদের বাঁ-হাতে ধরেন। তাই নারীদের পোশাকের বোতাম ডান দিকে থাকে। যেন স্তন্যপান করাতে ডান হাত দিয়ে চটজলদি জামার বোতাম খোলা যায়।
ঘোড়ায় চড়া
প্রচলিত আছে, অনেক আগে নারীরা ঘোড়ায় চড়ার সময় উভয় পা একই পাশে ঝুলিয়ে বসতেন। যেমনটা এখন মোটরসাইকেলে চড়ার ক্ষেত্রে অনেক নারী করে থাকেন। এরকম অবস্থায় বাম দিকে বোতাম রাখা হলে, বাতাস তার শার্ট ভিতরে নিয়ে যেত এবং বিপরীত দিকে এগোতে সহায়তা করতো। অর্থাৎ চলতে সুবিধা হতো।

কোনো কোনো বিশেষজ্ঞ অবশ্য মনে করেন, এর পেছনে উল্লেখযোগ্য কোনো কারণ নেই। নারী আর পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য তৈরি করতেও পোশাকের বোতামগুলো আলাদা দিকে লাগানোর প্রচলন শুরু হয়।
>> আরও পড়ুন: কেবল কণ্ঠ নয়, ফ্যাশনেও ইমন চক্রবর্তীর বাজিমাত
পুরুষের পোশাকের বোতাম কেন ডানে থাকে?
নারীদের পোশাকের বোতাম বাঁ দিকে থাকার নানা ব্যাখ্যা তো পাওয়া গেল। কিন্তু পুরুষের ক্ষেত্রে তা কেন ডান দিকে থাকে। ‘অ্যাটলান্টিক’ নামে আমেরিকার এক সংবাদমাধ্যমের লেখিকা মেগান গার্বারের দাবি, সেনাবাহিনীর পুরুষ সৈন্যরা বেশিরভাগ ক্ষেত্রেই ডান হাতে অস্ত্র বের করে থাকেন। বাঁ-হাতে পোশাকের বোতাম খোলা বা বন্ধ করা তাদের জন্য সহজ হয়।

এমনটাও প্রচলিত রয়েছে যে, প্রাচীনকালে পুরুষরা ঘোড়া নিয়ে ছুটলে রাস্তার বাঁদিক দিয়ে যেতেন। ডান দিকে তলোয়ার চালাতে যেন সুবিধা হয় তাই অস্ত্র রাখতেন বামদিকে-কোমরে। দ্রুত অস্ত্র বের করার সময় যেন তা পোশাকের বোতামে আটকে না যায়, তার জন্যই নাকি বোতাম বসানো হতো ডানদিকে।
পোশাকে বোতামের অবস্থান নিয়ে অনেক তত্ত্বই রয়েছে। তবে এর কোনোটিই সুনির্দিষ্ট নয়।
এনএম

