শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিচিত্র

ভাত কিংবা রুটি নয় উগান্ডার মানুষ ৩ বেলাই কলা খান

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

ভাত কিংবা রুটি নয় উগান্ডার মানুষ ৩ বেলাই কলা খান
উগান্ডার সংস্কৃতিতে কলা আতিথেয়তার প্রতীক।

ভাত ছাড়া বাঙালিরা একটা দিন কল্পনাই করতে পারে না। পৃথিবীর বেশিরভাগ দেশেই ভাত ও গমজাত রুটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আফ্রিকার দেশ উগান্ডায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। সেই দেশের মানুষের প্রধান খাদ্য ভাত বা রুটি নয়, বরং কলা। শুধু মিষ্টি পাকা কলাই নয়, কাঁচা টক জাতের কলাই তাদের প্রতিদিনের জীবনের অপরিহার্য অংশ।

banana_pic


বিজ্ঞাপন


কলার দেশে ভিন্নধর্মী খাদ্যসংস্কৃতি

উগান্ডায় এই কাঁচা কলার স্থানীয় নাম Matooke। এটি দেখতে আমাদের দেশের কাঁচা কলার মতো হলেও স্বাদে খানিকটা টক এবং কম মিষ্টি। উগান্ডার প্রায় প্রতিটি পরিবারেই দিনের প্রধান খাবার হিসেবে এই কলা রান্না করা হয়।

kola_pic

উগান্ডার মানুষ যেভাবে কলা খায়


বিজ্ঞাপন


উগান্ডার মানুষের খাওয়ার ধরনটিও বেশ আলাদা। প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেয়া হয়। এরপর কলাপাতায় মুড়ে মাটির হাঁড়িতে রাখা হয়। হাঁড়ির ভেতরে অল্প পানি দিয়ে আগুনে বসানো হয়, ফলে বাষ্পে সেদ্ধ হয় কলা। সেদ্ধ হয়ে গেলে নরম কলাগুলো মেখে মসৃণ করা হয়, অনেকটা আমাদের আলুর ভর্তার মতো। তারপর তা পরিবেশন করা হয় মাংস, মটরশুঁটির ঝোল, মাখন, বা চীনাবাদামের সসের সঙ্গে। উগান্ডার মানুষ সকালে নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার—সবক্ষেত্রেই এই সেদ্ধ কাঁচা কলা খেয়ে থাকেন।

আরও পড়ুন: তালের গড়গড়া পিঠা রেসিপি, লাগবে না তেল 

kola225

পুষ্টিগুণে ভরপুর কলা

কলায় রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট, যা ভাতের মতো শক্তির উৎস হিসেবে কাজ করে। পাশাপাশি এতে থাকে আঁশ, ভিটামিন এ ও সি এবং পটাশিয়াম। ফলে এটি শুধু খাবার নয়, পুষ্টিরও প্রধান উৎস। নিয়মিত কলা খাওয়ার কারণে উগান্ডার মানুষ শক্তি ও পরিপূর্ণ খাবার পেয়ে থাকেন।

main_kola

সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব

উগান্ডার সংস্কৃতিতে কলা আতিথেয়তার প্রতীক। অতিথি এলে ভাত বা রুটি নয়, বরং কলার তৈরি খাবারই পরিবেশন করা হয়। বিয়ে, উৎসব কিংবা ধর্মীয় আচার—সব ক্ষেত্রেই কলা অপরিহার্য। কৃষকরাও সারা বছর ধরে কলা চাষ করেন, কারণ এটি শুধু প্রধান খাদ্য নয়, জাতীয় ঐতিহ্যের অংশও বটে।

banana

ভাত-রুটির বাইরে এক শিক্ষা

পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ ভিন্নধর্মী খাদ্যাভ্যাস গড়ে তুলেছে। উগান্ডার মানুষের জীবন আমাদের শেখায়—প্রধান খাদ্য মানেই ভাত বা রুটি নয়। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে তারা কলাকে কেন্দ্র করে গড়ে তুলেছে নিজস্ব খাদ্যসংস্কৃতি, যা সত্যিই বিস্ময়কর।

kola2

আমাদের কাছে কলা হয়তো কেবল ফল, কিন্তু উগান্ডার মানুষের কাছে এটি ভাত-রুটির সমান গুরুত্বপূর্ণ। এক কথায়, কলাই তাদের জীবন ও সংস্কৃতির চালিকাশক্তি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর