রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বর্ষায় সাদা জামায় কাদা, দূর করার উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৫, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

cleaning tips

বর্ষাকাল এলেই রাস্তাঘাট ভরে যায় জমাট পানি, কাদায়। এই কাদা পানিকে সঙ্গী করেই কর্মব্যস্ত মানুষদের রোজ চলাফেরা করতে হয়। বর্ষায় পোশাক পরতে হয় একটু বুঝেশুনে। বিশেষ করে সাদা পোশাক। কারণ সাদা জামায় কাদার দাগ খুব জেদি হয়। সহজে পরিষ্কার করা যায় না। 

তবে সহজ কিছু উপায় কাজে লাগালে সাদা পোশাক থেকে কাদার দাগ দূর করা সম্ভব। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই- 


বিজ্ঞাপন


clean1

১. দাগ শুকোতে দিন: 

প্রথমে ভেজা কাদার দাগ শুকিয়ে নিন। কারণ দাগ ঘষে তুলতে গেলে তা আরও ছড়িয়ে যাবে। তাই প্রথমে জামাটা শুকিয়ে নিন, যেন কাদা শক্ত হয়ে যায়।

২. শুকনো কাদা ঝেড়ে ফেলুন:

কাদা শুকিয়ে গেলে প্রথমে হাত বা নরম ব্রাশের সাহায্যে যতটা পারা যায় জামা থেকে কাদা ঝেড়ে ফেলুন।

clean2

৩. দাগ ভিজিয়ে নিন: 

এবার এক বালতি গরম (ফুটন্ত নয়) পানিতে ১ চামচ ডিটারজেন্ট আর হাফ কাপ সাদা ভিনেগার মিশিয়ে পোশাকটি অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।

আরও পড়ুন- 

৪. দাগে পেস্ট লাগান

বেকিং সোডা আর লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই পেস্ট কাদার দাগের ওপর লাগান। ১৫ মিনিট পর নরম ব্রাশ দিয়ে হালকা ঘষুন।

clean3

৫. ভালো করে ধুয়ে নিন

বেকিং সোডা ও লেবুর রসের কারণে দাগ অনেকটা হালকা হয়ে যাবে। এরপর সাধারণভাবে সাবান/ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। 

প্রসঙ্গত, বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে, বাইরে থেকে বাড়ি ফিরেই পোশাক বদলে নিন। পাশাপাশি সম্ভব হলে পরিষ্কার পানি দিয়ে গা ধুয়ে নিতে হবে। এতে শরীর খারাপ হওয়ার আশঙ্কা কমে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর