খেতে গিয়ে অসাবধানতাবসত পোশাকে সস পড়তে পারে। এই দাগ কাপড় থেকে সহজে উঠতে চায় না। তাহলে উপায়? কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে কাপড় থেকে সসের দাগ দূর করা যায়। চলুন জেনে নিই বিস্তারিত-
ভিনেগার
বিজ্ঞাপন
এক মগ পানিতে ১-২ চামচ ভিনেগার মিশিয়ে নিন। এবার যেকোনো স্প্রে বোতলে এই মিশ্রণ ভরে নিন। দাগের জায়গায় মিশ্রণটি স্প্রে করুন। এরপর হালকা চাপ দিয়ে দাগের জায়গাটি ঘষুন। সহজেই উঠে আসবে সসের দাগ।

টুথপেস্ট
সসের দাগ তুলতে দারুণ কাজ করে টুথপেস্ট। দাগের ওপর মোটা করে টুথপেস্ট লাগান। রেখে দিন মিনিট পনেরো। এরপর টুথপেস্টের ওপর চাপ দিয়ে ঘষলেই দাগ দূর হবে।
বিজ্ঞাপন
বেকিং সোডা
চা-কফি কিংবা সসের দাগ তোলার জন্য দাগযুক্ত স্থানে কিছুটা বেকিং সোডা রেখে ভালো করে ঘষুন। এভাবে কিছুক্ষণ রেখে দিন। মিনিট পনেরো অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কয়েকবার এমনভাবে ধুলে দাগ হালকা হয়ে যাবে।
এনএম

