ধুয়ে যত্নে রাখা সাদা পোশাকটি অনেকদিন পর বের করে মন খারাপ হয়ে যায় অনেকের। এতে লেগে থাকে পুরনো হলদেটে দাগ। বিভিন্ন কারণে এই হলুদ দাগ পড়তে পারে। বিয়েবাড়িতে তেলমশলাদার খাবার খেলে সেখান থেকে দাগের সূত্রপাত হতে পারে। আবার ঘামের দাগ থেকেও অনেকসময় জামায় হলদেটে ছোপ পড়ে।
সাদা জামা থেকে হলুদ দাগ না উঠলে কি পোশাকটি ব্যবহার করা বন্ধ করে দেবেন? মোটেও না। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই দাগ সহজেই তুলে ফেলা যায়। চলুন বিস্তারিত জানা যাক-
বিজ্ঞাপন

বেকিং সোডার মিশ্রণ
পুরনো দাগ তোলার ক্ষেত্রে দারুণ কার্যকরী বেকিং সোডা। বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগ তুলতে এর জুড়ি মেলা ভার।
আরও পড়ুন- কাপড় থেকে সসের দাগ তোলার উপায়
এজন্য চার টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে গাঢ় মিশ্রণ তৈরি করুন। দাগ লাগা স্থানে এই মিশ্রণ লাগিয়ে রাখুন। এরপর একটি ব্রাশ অথবা আঙুল দিয়ে হালকা হাতে ঘষে দিন। ৩০ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। পোশাকের ক্ষতি করা ছাড়াই দাগ দূর হবে।

সাদা ভিনেগার
দাগ তোলার ক্ষেত্রে ভরসা রাখতে পারেন সাদা ভিনেগারে। সাদা কাপড় থেকে চা-কফি-ওয়াইনের দাগের মতো জোরালো দাগকেও সহজেই দূর করতে পারে এটি। কাপড়ও রাখে নরম।
আরও পড়ুন- কাপড় থেকে চায়ের দাগ তোলার উপায়
এজন্য একটি পাত্রে যতটা ভিনেগার নেবেন তার তিনগুণ পানি মিশিয়ে নিন। এবার দাগ লাগা পোশাকটি ওই তরলে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশে করে দাগ লাগা জায়গাটি ঘষে পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হাইড্রোজেন পারক্সাইড
এটি এক ধরনের ব্লিচিংয়ের উপাদান। তবে রঙিন জামাকাপড়ের দাগ তোলার জন্য হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা চলবে না। এতে রং নষ্ট হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সাদা পোশাকে যে হলদেটে ছোপ পড়ে, তা দূর করতে এটি উপযোগী। পাশাপাশি, খাবারের দাগ বা যেকোনো ধরনের পুরনো জোরালো দাগও সহজে ওঠানো যায় হাইড্রোজেন পারক্সাইড দিয়ে।
আরও পড়ুন- কাপড়ের তেলের দাগ তোলার উপায়
বাসন ধোয়ার তরল সাবানের সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ দিয়ে দাগ লাগা স্থানটি ভিজিয়ে নিন। ১৫-৩০ মিনিট পর্যন্ত রেখে দিন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। দাগ দূর হবে।
এনএম

