রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

টাইলসের দাগ দূর করুন এসব কৌশলে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জুন ২০২৪, ০৭:৩০ এএম

শেয়ার করুন:

tips

দীর্ঘদিন ব্যবহারের ফলে মেঝের টাইলসে দাগ পড়ে। এই দাগ তোলার জন্য বেশ ঝক্কি পোহাতে হয়। কেননা, টাইলসের দাগ তোলা সহজ কাজ নয়। টাইলস পরিষ্কার করার জন্যে বিশেষ কিছু নিয়ম মেনে চলার প্রয়োজন। আর সেই কাজটি যদি আপনি না করেন, তাহলেই ঝকঝকে পরিষ্কার হবে টাইলস।

ক্লাব সোডা ব্যবহার করুন


বিজ্ঞাপন


একটি পাত্রে পরিমাণ মতো সুগার ফ্রি ক্লাব সোডা নিন। তারপরে টাইলসের জেদি দাগের উপরে সেই সোডা ঢেলে দিন। আধ ঘণ্টা ওভাবেই রাখুন। তারপরে পানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন দাগ অনেকটা মলিন হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ক্লাব সোডা ঢালার আগে মেঝে শুকনো করে নিতে ভুলবেন না।

tiles-pic-56

এই ট্রিক কাজে লাগান

ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে নিন। এবার ওই স্পঞ্জ টাইলসের ওপরে ভালোভাবে ভিজিয়ে নিন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপরে ভিজে কাপড় দিয়ে আরও একবার টাইলসটা মুছে নিন। কয়েকদিন টানা এই নিয়মে মেঝে পরিষ্কার করলেই দেখবেন দাগ উঠে যাবে।


বিজ্ঞাপন


tiles_innner

নন সিরামিক টাইলস পরিষ্কার করুন এভাবে

আপনার বাথরুমের মেঝে এবং দেওয়ালে কি নন সিরামিক টাইলস রয়েছে? তাহলে সেই টাইলসের দাগ তুলতে আপনি বেকিং সোডায় ভরসা রাখুন।

আরও পড়ুন: 

একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ বানান। সেটি ব্রাশে নিয়ে টালির উপরে লাগান। ধীরে ধীরে ঘষুন। ১ ঘণ্টা পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লেবুর রস দিয়ে টাইলস সাফ করুন

যেকোনও দাগ তুলতে লেবুর রসের জুড়ি মেলা ভার। তাই এক্ষেত্রেও আপনি লেবুর রসের ওপরে ভরসা রাখতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিন। তার সঙ্গে লেবুর রস মেশান। তারপরে টাইলসের জেদি দাগের উপরে এই মিশ্রণ ঢেলে দিন। এক ঘণ্টা অপেক্ষা করে মেঝে ধুয়ে নিন।

tiles_main

এই মিশ্রণ সুপারহিট

একটি পাত্রে পরিমাণ মতো লেবুর রস নিন। আর তাতে মিশিয়ে দিন কয়েক চামচ বেকিং সোডা। তারপরে দুই উপকরণের সঙ্গে সামান্য পানি মিশিয়ে বানিয়ে ফেলুন ক্লিনজিং এজেন্ট। এবার টাইলসের জেদি দাগের উপরে সেই মিশ্রণ ঢেলে দিন। দাগছোপ মলিন হবে মুহূর্তেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর