প্রকৃতিতে আগমন ঘটেছে চৈত্রের। গেল কয়েকদিনের আবহাওয়া তা জানান দিচ্ছে ভালো করেই। ঘরের বাইরে বের হলে ঘেমে-নেয়ে একাকার হচ্ছেন সবাই। প্যাচপ্যাচে গরমে ঘেমে যাচ্ছে চুলের গোড়া। রোদের তাপের প্রভাব পড়ছে চুলেও। ফলে দেখা দিচ্ছে মাথার ত্বকে অস্বস্তি, চুলকানি, চুল পড়ার মতো সমস্যা।
যাদের খুশকি রয়েছে তাদের সমস্যা আরও বেশি। কারণ, খুশকির ওপর ঘাম বসে তা মাথার ত্বকে ছত্রাকের সমস্যাও তৈরি করতে পারে। এতে চুলের গোড়া আলগা হয়ে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এমন পরিস্থিতিতে চুলের যত্ন নেওয়ার সেরা উপায় হতে পারে নিমপাতার ব্যবহার।
বিজ্ঞাপন
মরসুম বদলের এই সময়ে শরীরে নানা রোগ থেকে বাঁচতে নিমপাতা খেতে বলা হয়। কারণ এতে ব্যাকটেরিয়ারোধক উপাদান রয়েছে। একই কারণে নিমপাতা মাথার ত্বকের জন্যও উপকারি হতে পারে। কারণ ব্যাকটেরিয়া রোধের পাশাপাশি এর ছত্রাক সংক্রমণ আটকানোরও ক্ষমতা আছে। আরও আছে প্রদাহ নাশক উপাদান যা মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রেখে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে।
নিমপাতা দিয়ে ঘরোয়াভাবে তৈরি তিনটি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন চুলের সব সমস্যা দূর করতে। চলুন বিস্তারিত জানা যাক-
বিজ্ঞাপন
নিম ও আমলকির হেয়ার মাস্ক
নিমপাতা বাটা এবং আমলকি বাটা সমপরিমাণে মিশিয়ে তাতে সামান্য আমন্ড অয়েল মেশান। মাথার ত্বকে ওই মিশ্রণ ভালোভাবে মাসাজ করুন। এরপর রেখে দিন ২০ মিনিট। এরপর প্রথমে পানি দিয়ে মাথার ত্বক ভালো করে ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন- নিম পাতায় খুশকি দূর
নিম ও মধুর হেয়ার মাস্ক
বাজারে এখন নিমের পাউডার পাওয়া যায়। ভালো ব্র্যান্ডের পাউডার কিনে ব্যবহার করতে পারেন। ২ চামচ নিমের পাউডারের সঙ্গে এক চামচ মধু আর এক চামচ দই মিশিয়ে নিন। চাইলে নিমপাতা বাটাও ব্যবহার করতে পারেন একই পরিমাণে। এই মিশ্রণটি মাথার ত্বকে মেখে অপেক্ষা করুন ১৫-২০ মিনিট। তারপর শ্যাম্পু করে নিন।
নিম ও মেথির হেয়ার মাস্ক
২ চামচ মেথি গুঁড়োর সঙ্গে সমপরিমাণ নিমের পাউডার মিশিয়ে তাতে নারকেল বা আমন্ডের তেল মেশান। পেস্টের মতো মিশ্রণ তৈরি হলে সেটি মাথার ত্বকে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে লাগিয়ে নিন। ২০ মিনিট মতো রেখে ধুয়ে শ্যাম্পু করুন।
আরও পড়ুন- নিমের ডাল-পাতা সবই উপকারি
সতর্কতা: যেকোনো প্রাকৃতিক জিনিস থেকেই অ্যালার্জির সম্ভাবনা থাকে। তাই মাথার ত্বকে ব্যবহার করার আগে মিশ্রণটি হাতের ভেতরের দিকের ত্বকে লাগিয়ে দেখুন। অস্বস্তি না হলে ব্যবহার করুন।
এনএম