সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাপড়ের তেলের দাগ তোলার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

কাপড়ের তেলের দাগ তোলার উপায়

অসাবধানতায় পোশাকে তেলের দাগ পড়তে পারে। জামাকাপড়ে এমন দাগ পড়লে মন হয়ে যায় খারাপ। অনেকেই পছন্দের পোশাকই বাতিল করে দেন তাতে তেলের দাগ পড়লে। 

সহজ উপায় কাজে লাগিয়ে কিন্তু পোশাক থেকে এই দাগ তোলা সম্ভব। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 


বিজ্ঞাপন


oilযা যা প্রয়োজন 

বাসন ধোওয়ার তরল সাবান বা ‘লিকুইড সোপ’
হাউড্রোজেন পারঅক্সাইড
বেকিং সোডা
টুথব্রাশ

oilকী করতে হবে? 

কাপড় থেকে তেলের দাগ তুলতে পাঁচটি ধাপ অনুসরণ করতে হবে- 


বিজ্ঞাপন


প্রথম ধাপ: যে স্থানে দাগ লেগেছে সেখানে অল্প পরিমাণে বাসন ধোওয়ার ‘লিকুইড সোপ’ বা তরল সাবান লাগিয়ে নিন। একটি ছোট বাটিতে পানি নিয়ে তাতে সাবান লাগানো অংশ ডুবিয়ে ধুয়ে নিন। এবার আরও একবার একইভাবে দাগ লাগা অংশে লিকুইড সাবান মাখিয়ে ধুতে হবে। এতে দাগ উঠে যায়। 

দ্বিতীয় ধাপ: দাগ সম্পূর্ণ চলে গেলে, পরের ধাপে ওয়াশিং মেশিনে পুরো পোশাকটা কেচে শুকিয়ে নিতে হবে। আর দাগ যদি পুরোটা না ওঠে, তবে মেশিনে শুকানো যাবে না। 

oilতৃতীয় ধাপ: দাগ না উঠলে লিকুইড সোপ আবার দাগ লাগা জায়গায় মাখিয়ে নিতে হবে। 

চতুর্থ ধাপ: এবার সেখানে কিছুটা হাইড্রোজেন পারঅক্সাইড ঢেলে দিতে হবে। তার ওপর ছড়িয়ে দিতে হবে বেকিং সোডা। 

পঞ্চম ধাপ: একটি পুরনো নরম টুথব্রাশ দিয়ে দাগ লাগা স্থান ঘষতে হবে। এরপর আগের পদ্ধতির মতোই ওই জায়গাটি আলাদা করে ধুয়ে পুরো পোশাকটি ওয়াশিং মেশিনে কেচে নিতে হবে। চাইলে এমনিও ধুয়ে দিতে পারেন। 

পোশাক থেকে তেলের দাগ পুরোপুরি না উঠলে ওয়াশিং মেশিনে শুকাবেন না। এতে দাগ বসে যাবে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর