রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিষ্টি কুমড়ার খোসা খেলে কী হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

pumpkin

ফল আর সবজি খাওয়ার সময় অনেকেই খোসা ছাড়িয়ে খান। এই খোসাগুলো সাধারণত ফেলে দেওয়া হয়। তবে কিছু ফলা আর সবজি রয়েছে যেগুলো খোসা ছাড়িয়ে নয় বরং খোসাসহ খাওয়াই উচিত। 

এমনই একটি সবজি মিষ্টি কুমড়া। এর খোসায় অনেক উপকারি উপাদান রয়েছে। চলুন জেনে নিই কেন কুমড়ার খোসা খাবেন- 


বিজ্ঞাপন


pumpkin1

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

মিষ্টি কুমড়ার খোসায় আরও আছে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন, ভিটামিন বি২, ভিটামিন ই এর মতো ভিটামিন ও পুষ্টি উপাদান। ফলে এটি খেলে চোখ ভালো থাকে। এছাড়া কুমড়ার খোসা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের জন্য খুবই উপকারী।

 হৃদরোগের বিরুদ্ধে লড়ে 

 

কুমড়োর খোসায় রয়েছে আলফা-ক্যারোটিন, বিটা-ক্যারোটিন এবং বিটা- ক্রিপ্টোক্সানথিনের মতো অনেক অ্যান্টি অক্সিডেন্ট। এটি হৃদরোগ এবং অন্যান্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে। এর আ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। 

pumpkin2

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় 

কুমড়ার খোসায় রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। এটি ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। 

স্বাস্থ্য ভালো রাখে

কুমড়ার খোসায় অনেক পুষ্টিকর উপাদান পাওয়া যায়, এগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কুমড়ার খোসায় আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি, ফ্যাট, ফাইবার, ভিটামিন এ এবং ভিটামিন সি।

pumpkin3

জেনে নিলেন তো মিষ্টি কুমড়ার খোসার উপকারিতা। এবার থেকে তবে এর খোসা না ফেলে খোসাসহই রান্না করুন।

সূত্র: এন১৮

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর