রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আরও ৪ দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

CES
আদালতে নেওয়া হচ্ছে সাবেক সিইসি নুরুল হুদাকে। ছবি- সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে আরও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাতের ভোট: সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

এদিন দুপুর আড়াইটার দিকে নুরুল হুদাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। আদালত চার দিন মঞ্জুর করেন।

দিনের ভোট রাতে করার অভিযোগে সাবেক এই সিইসির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এই মামলায় এর আগে গত সোমবার নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। সেদিনও শুনানি নিয়ে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

আরও পড়ুন: আদালতের কাঠগড়ায় নির্বাচন নিয়ে মুখ খুললেন সাবেক সিইসি


বিজ্ঞাপন


এর আগে গত রোববার সন্ধ্যার দিকে ‘মব’ তৈরি করে নুরুল হুদাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ জানায়, বিএনপির করা একটি মামলায় সাবেক এই সিইসিকে গ্রেফতার দেখানো হয়েছে।

প্রহসনের নির্বাচন করার অভিযোগে গত রোববারই ২৪ জনের নাম উল্লেখ করে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান।

আরও পড়ুন: যে কারণে নূরুল হুদা কমিশনের ওপর এত ক্ষোভ!

মামলায় ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়।

এদিকে একই মামলায় গত বুধবার গ্রেফতার হন আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। বর্তমানে তিনি মামলাটিতে তিন দিনের রিমান্ডে রয়েছেন। 

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর