মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

রিয়াজ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পলক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় রিয়াজ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আজ রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ১২ মার্চ মামলাটিতে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি।

এ ঘটনায় গত বছরের ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা করেন নিহতের মা শাফিয়া বেগম।


বিজ্ঞাপন


এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub