অশ্লীল-উদ্ভট পোশাক পরিধানের কারণে বারবার খবরের শিরোনাম হন উরফি জাভেদ। যদিও তার এ ধরনের কাজ কেবলই বিতর্কের জন্ম দেয়। অসংখ্যবার কু-প্রস্তাব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, আত্মীয়দের কাছ থেকে পর্নো তারকার বদনামও জুটেছে তার কপালে।
এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যচারের শিকার হয়েছেন তিনি। সেকারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে যান এ অভিনেত্রী।
বিজ্ঞাপন
এ সম্পর্কিত আরও খবর
দুবাইতে পুলিশি ঝামেলার সঙ্গে পোশাকের কোনো সম্পর্ক নেই: উরফি
থানায় হাজিরা দিলেন উরফি
বিজেপি নেত্রীর হুমকি, নারী কমিশনের দ্বারস্থ উরফি
ভারতীয় গণমাধ্যমকে উরফি বলেন, ‘আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।’
তবে জীবনের খারাপ সময় পার করে এসেছেন উরফি। মা-বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।
/আরএসও

