রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজেপি নেত্রীর হুমকি, নারী কমিশনের দ্বারস্থ উরফি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:০৩ এএম

শেয়ার করুন:

বিজেপি নেত্রীর হুমকি, নারী কমিশনের দ্বারস্থ উরফি

অশ্লীল-উদ্ভট পোশাক পরিধানের কারণে বারবার খবরের শিরোনাম হন উরফি জাভেদ। যদিও তার এ ধরনের কাজ কেবলই বিতর্কের জন্ম দেয়। যদিও সেসব তিনি খুব একটা আমলে নেন না। তার কাজ তিনি চালিয়ে যান।

তবে সম্প্রতি রাজনৈতিক মহলেও উরফিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ পোশাক নিয়ে মন্তব্য করে উরফির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই বিতর্কের নারী মহিলা কমিশনের দ্বারস্থ হলেন অভিনেত্রী। কেন?


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বিজেপির নেত্রীর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়েই মহারাষ্ট্র রাজ্য নারী সুরক্ষা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন উরফি। কমিশনের দফতরে গিয়ে চেয়ারপার্সন রুপালী চাকাঙ্করের সঙ্গে দেখা করে তিনি দাবি করেছেন, চিত্রা ওয়াঘ পাবলিক ডোমেনে তার বিরুদ্ধে মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য প্ররোচনামূলক। বিজেপি নেত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন তিনি।

Urfi

উরফির আইনজীবী জানিয়েছেন, মূলত উরফি জাভেদকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। রাজ্যের শাসক দলের একজন সদস্য একজনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এর অর্থ রাজ্য সরকার তাকে সমর্থন করে। এমন মন্তব্যের জন্য উরফির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর
অনাবৃত বুকে ক্যামেরার সামনে উরফি!
পোশাক পরলেই অ্যালার্জি হয়, তাই নগ্ন থাকি: উরফি
প্রতারণা করলে প্রেমিকের গোপনাঙ্গ কেটে ফেলবেন উরফি!

বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ নারী কমিশনের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন। উরফির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন— সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। এরপর নারী কমিশনের তরফে বিজেপির নেত্রীকে নোটিশ পাঠানো হয়।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর