শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘পাঠান’ মুক্তিতে অঞ্জনের ক্ষোভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৭:৪৬ পিএম

শেয়ার করুন:

‘পাঠান’ মুক্তিতে অঞ্জনের ক্ষোভ

ধারণা করা হচ্ছিল, মুক্তির প্রথম দিনেই ঝড় তুলবে ‘পাঠান’ সিনেমা। সেটাই হলো। ২৫ জানুয়ারি মুক্তির প্রথম দিনে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছে অনুরাগীরা।

ভারতের অন্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গে চলছে ‘পাঠান’ উন্মাদনা। ফলে সেখানকার সিঙ্গেল স্ক্রিনগুলোতে একচেটিয়া শাহরুখ-দীপিকার সিনেমাটি। চালানো হচ্ছে না টলিউডের সিনেমা। এতে লোকসানের মুখে পড়েছে ভারতীয় বাংলা সিনেমার প্রযোজকেরা


বিজ্ঞাপন


হিন্দি সিনেমার কারণে বাংলা সিনেমার হল না পাওয়ায় এরইমধ্যে টলিউডের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার সেই দলে নাম উঠল সংগীতশিল্পী ও অভিনেতা অঞ্জন দত্তের।

সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও শাহরুখ কিংবা তার সিনেমার নাম উল্লেখ করেননি অঞ্জন। তিনি লিখেছেন, ‘এক সুপারস্টারের ছবির সুপার পাওয়ার প্রমাণ করার জন্য কয়েকটি বাংলা সিনেমাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা লজ্জার। এটা দেশের অন্য কোনো  রাজ্যে যে করা সম্ভব নয় আমি সে বিষয়ে নিশ্চিত।  ব্লকবাস্টার হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা যেন নিয়মে পরিণত হয়েছে। খুবই লজ্জাজনক বিষয়।’

তিনি আরও লেখেন, ‘আমি প্রযোজক-পরিচালকদের হয়ে কথাটা বলছি। সেই সহকর্মীদের সাপোর্ট করছি যারা আমার মতো এই বাংলা ভাষায় সিনেমা তৈরি করেন। যদি তাদের বাংলা ফিল্ম দেখতে ইচ্ছে করে, যদি সত্যিই দেখতে ইচ্ছে করে তাহলে দয়া করে একটু কষ্ট করে সেই ছবিগুলো যে সময় যে হলে চলছে, সেই শো-তেই দেখে নেবেন। এক সপ্তাহ এই কষ্টটুকু করুন। হয়তো একটা দুটো ভালো ফিল্ম আবার নিজের জাগায় খুঁজে পাবে। মাত্র একটা সপ্তাহ।’

মুক্তির আগে ‘পাঠান’ বয়কটের ডাক দিয়েছিল হিন্দু জাগরণ মঞ্চ। ছবির ‘বেশরম রঙ’ গানের দীপিকা গেরুয়া রঙের বিকিনি পরায় ধর্মানূতিতে আঘাত লাগে তাদের। তারপর থেকেই এই ছবির পেছনে উঠেপড়ে লাগে তারা। তবে বয়কট গ্যাঙের হুমকির পরও রমরমিয়ে চলছে শাহরুখের কামব্যাক ছবি।


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর