শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

প্রথম দিনে কত আয় করল ‘পাঠান’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

প্রথম দিনে কত আয় করল ‘পাঠান’

কীভাবে ফিরে আসতে হয়— দেখিয়ে দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। চার বছর পরও যে তার আবেদন ফিকে হয়নি তার প্রমাণ সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পাঠান’ সিনেমাটি। গতকাল বৃহস্পতিবার ভারতের কিছু অঞ্চলে তো ভোর থেকেই হলের সামনে অনুরাগীরা লাইন ধরেছিলেন। এমনকি মধ্যরাতেও ছিল হাউজফুল।

একবার দেখে তৃষ্ণা মেটেনি অনেকের। তারা দিনভর ‘পাঠান’ দেখেছেন। ফলস্বরূপ সব রেকর্ড ভেঙে দিয়েছে এ ছবি। ঘরে তুলে নিয়েছে ৫৫ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


প্রথম দিনের আয়ের হিসাবে নতুন রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর আগে এ তালিকায় শীর্ষে ছিল দক্ষিণি সিনেমা ‘কেজিএফ-২’। এটি ঘরে তুলেছিল ৫৩ কোটি ৯৫ লাখ রুপি। মুক্তির দিন ৫৩-৫৫ কোটি ঘরে তুলে এ ছবিকে টক্কর দিয়েছে শাহেনশাহর ‘পাঠান’।

এছাড়াও প্রথম দিনের আয়ে আধিপত্য ছিল ‘ওয়ার’, ‘থাগস অব হিন্দুস্তান’, ‘ভারতে’র। এগুলোকেও ছাপিয়ে গেছে কিং খানের নতুন এ ছবি। শুধু হৃতিক রোশন, আমির খান, সালমান খানকে পরাস্ত করেই শান্ত হননি শাহরুখ-দীপিকা। প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিজেদের সঙ্গেও। এ জুটির ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রথম দিনের আয় ছিল ৪৪ কোটি ৯৭ লাখ ও ৩৩ কোটি ১২ লাখ যা ‘পাঠানে’র আয়ের অংকের তুলনায় কম।

সবমিলিয়ে মুক্তির দিনই ইতিহাস গড়েছে ‘পাঠান’। কেননা ব্যবসার দিক থেকে ভারতীয় সিনেমার ইতিহাসে দেশপ্রেমের গল্পে নির্মিত এ ছবিই এখন এগিয়ে রয়েছে।

গতকাল ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।


বিজ্ঞাপন


এর আগে ছবির ‘বেশরম রঙ’ গান প্রকাশের পর হিন্দু ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ আনেন কট্টরপন্থী হিন্দু নেতারা। হত্যার হুমকি দেওয়া হয় বলিউড বাদশাহকে। তবে মুক্তির পর পাল্টে গেছে হিসেব নিকেশ। সকল বিতর্ক পায়ে ঠেলে শাহরুখ অনুরাগীরা ভোর থেকে হল দখল করেছিলেন। ফলস্বরূপ এরইমধ্যে পেয়েছে ব্লকবাস্টার তকমা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর