প্রতারক সুকেশ চন্দ্রশেখরের দুই শ কোটি রুপি তছরুপের মামলায় ভালোভাবেই ফেঁসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। ফলে নিজের ইচ্ছায় ভারতের বাইরে যাওয়ার অনুমতি নেই তার। যদি কোনো কাজে যেতে চান তাহলে অনুমতি নিতে হবে আদালতের। গত বছর তিনি এই মামলায় জামিন পেলেও ক্লিনচিট পাননি। ফলে তাকে আদালতের অনুমতি নিতে হয়।
গতকাল বুধবার পেপসিকো ইন্ডিয়া সম্মেলনে যোগদানের জন্য ২৭-৩০ জানুয়ারি পর্যন্ত দুবাই ভ্রমণের অনুমতি চেয়ে দিল্লি আদালতে একটি আবেদন করেছিলেন জ্যাকুলিন। আবেদনের জবাবের জন্য ওই দিনই অতিরিক্ত দায়রা বিচারক শৈলেন্দর মালিক ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সময় দিয়েছেন। ২৭ জানুয়ারি শুনানির জন্য বিষয়টি নির্ধারণ করেছেন। তবে অভিনেত্রী তার ভ্রমণের প্রোগ্রাম পুনঃনির্ধারিত হওয়ার আগেই আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়েছে যে, ২৯ জানুয়ারি রোববার একটি কনসার্টের জন্য তারকা পারফর্মার হিসেবে অভিনেত্রী দুবাইতে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্সে যোগ দেবেন। জ্যাকুলিন ২০০৯ সাল থেকে ভারতে বসবাস করছেন।
এ সম্পর্কিত আরও খবর
ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন
জ্যাকুলিনকে হীরার আংটি দিয়েছিলেন প্রতারক সুকেশ
জ্যাকুলিন ভালোবাসা ছাড়া কিছুই চাননি, দাবি সুকেশের
আবেদনে আরও বলা হয়েছে, জ্যাকুলিন সর্বদা ইডির সামনে তদন্তে সাহায্য করেছেন। আইন অনুসরণ করে আদালতের সমস্ত কার্যক্রমে উপস্থিত থেকেছেন। তিনি যেকোনো শর্ত মেনে চলতে প্রস্তুত।
দিল্লি পুলিশের অপরাধ বিভাগ সোমবার সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত পিঙ্কি ইরানি বিরুদ্ধেও একটি চার্জশিট দাখিল করেছে। দিল্লি পুলিশের মতে, মুম্বাই-ভিত্তিক পিঙ্কি ইরানি চন্দ্রশেখরের ঘনিষ্ঠ সহযোগী। তিনিই জ্যাকুলিন ও নোরার সঙ্গে সুকেশের পরিচয় করিয়ে দিয়েছিলেন।
বিজ্ঞাপন
সুকেশ চন্দ্রশেখর রেলিগেয়ার এন্টারপ্রাইজের প্রাক্তন প্রোমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে ২০১৯ সালের অক্টোবর মাসে গ্রেফতার হন।
/আরএসও