প্রতারক সুকেশকাণ্ডে বেশ ভালোভাবে আইনি ঝামেলায় পড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার কাছ থেকে দামি উপহার নিয়ে এখন বিপাকে তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রতারণার মামলায় নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালাতে চেয়েছিলেন জ্যাকুলিন। গতকাল শনিবার দিল্লির আদালতে এমন তথ্য প্রকাশ্যে আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ দিন অভিনেত্রীর জামিনের মামলার শুনানি ছিল। জ্যাকুলিনের আইনজীবীরা আদালতকে জানান যে ইডির তরফ থেকে তাকে কোনো নথি দেওয়া হয়নি। আদালত তদন্তকারী সংস্থাকে সংশ্লিষ্ট নথি অভিনেত্রীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১০ নভেম্বর।
বিজ্ঞাপন
জ্যাকুলিনের জামিনের আবেদন খারিজ করার আবেদন জানানো হয়েছিল ইডির তরফে। তদন্তকারীরা দাবি করেন, অভিনেত্রী ভারত ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি, তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন। ইডির দাবি, এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা প্রমাণ মোবাইল থেকে ডিলিট করার চেষ্টা করেছিলেন জ্যাকলিন।
সুকেশের থেকে দামি গাড়ি, প্রাইভেট জেটের খরচ, দামি পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ থেকে শুরু করে ফরাসি ঘোড়া, বিড়ালের মতো উপহারও পেয়েছেন জ্যাকুলিন। তারই বিস্তারিত হিসাব দিতে হয়েছে পুলিশকে।
সেপ্টেম্বরে ইডির পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে পেশ করা সম্পূরক চার্জশিটে অভিযুক্ত তালিকায় নাম উঠে আসে জ্যাকুলিনের। এতেই অভিনেত্রীর বিপদ কয়েকগুণ বেড়েছে।
অতীতে সুকেশের সঙ্গে প্রেম সম্পর্ক ছিল জ্যাকুলিনের। নিজের মুখে এ কথা জানিয়েছেন জেলবন্দি কনম্যান। দুজনের একাধিক অন্তরঙ্গ ছবি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়। এ মামলাতে অভিনেত্রী নোরা ফাতেহিকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে নোরার বিরুদ্ধে অভিযোগ হালকা।
বিজ্ঞাপন
/আরএসও