নায়িকা নুসরাত ফারিয়া গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত। এখন পর্যন্ত তার তিনটি গানচিত্র প্রকাশ পেয়েছে। এর সবগুলোই জনপ্রিয় হয়। ২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে বাণিজ্যিক ঘরানার গানে আত্মপ্রকাশ করেন। এরপর ২০২০ ও ২০২১ সারে প্রকাশ পায় ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’। ভিন্ন ধাঁচের গানগুলো শ্রোতা-দর্শকের মন জয় করে।
সেই সাফল্যের ধারাবাহিকতায় চতুর্থ গান নিয়ে হাজির হচ্ছেন ফারিয়া। এরইমধ্যে অডিও রেকির্ডিং শেষ। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি গানচিত্রের শুটিং করবেন।
বিজ্ঞাপন

ফারিয়া জানালেন, আগের তিন গানের মতো এই গানটিও ভিন্নধর্মী ও মজার হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার আগের তিনটি গানের মতো এটিও হবে মজার একটা গান। চিল করার জন্য, পার্টি করার জন্য এই গান। মানুষ শুনে আনন্দ পাবে। এনজয় করবে। কিছু সময়ের জন্য অনুভবে হারিয়ে যাবে।’
এ সম্পর্কিত আরও খবর
কেন ভাত খেতে পারছেন না নুসরাত ফারিয়া
তুরস্কে কী করছেন নুসরাত ফারিয়া
ফারিয়ার থাইল্যান্ড যাওয়া হচ্ছে না
ফারিয়া আরও জানান, নতুন গানে চমক থাকবে। এ ছাড়া গানচিত্রটি প্রকাশ করবে পশ্চিমবঙ্গের নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তবে এখনও প্রকাশের তারিখ চূড়ান্ত নয়। দৃশ্যধারণ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন

অন্যদিকে ফারিয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবশেষ তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘ফুটবল-৭১’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করবেন অনম বিশ্বাস।
/আরএসও

