বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

ভারতে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

এ বছরের আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’র বেগ এখনও আগের মতোই আছে। এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ঝড় তুলেছে সিনেমাটি। এবার বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এ খবর জানিয়েছে ছবিটির পরিবেশক সংস্থা রিলায়্যান্স এন্টারটেইনমেন্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলায়্যান্স এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বাংলাদেশের এ বছরের ব্যবসাসফল চলচ্চিত্র ‘হাওয়া’ ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) অংশ নিতে যাচ্ছে। এছাড়া ছবিটি ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে কলকাতাসহ পশ্চিমবঙ্গে। এরপর ৩০ ডিসেম্বর গোটা ভারতে মুক্তি পাবে চলচ্চিত্রটি।


বিজ্ঞাপন


‘হাওয়া’ নিয়ে আগ্রহ আগে থেকেই ছিল পশ্চিমবঙ্গের দর্শকের। কলকাতার নন্দনে প্রদর্শনের মাধ্যমে এ আগ্রহ যেন তুঙ্গে ওঠে। চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সেখানে সিনেমাটি প্রদর্শন করা হয়। ছবিটি দেখতে মৌমাছির মতো ভিড় জমিয়েছিল কলকাতাবাসী। সেসময় যারা বিভিন্ন কারণে সিনেমাটি দেখতে পারেননি তারা ক্ষোভও প্রকাশ করেছিলেন। ছবিটির মুক্তির খবর তাদের কাছে যেন সুসংবাদ হয়ে ধরা দিচ্ছে।

২৯ জুলাই মুক্তি পায় ‘হাওয়া। মুক্তির পরপরই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিনেমাটি। সেইসঙ্গে এর ‘সাদা সাদা কালা কালা’ গানটিও বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে বিশ্বের আনাচে কানাচে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের মাঝে।

‘হাওয়া’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। গভীর সমুদ্রে একদল জেলের মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনা নিয়ে এগিয়েছে এই ছবির গল্প। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর