বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

ধুতি-পাঞ্জাবি পরে বৈপ্লবিক বার্তা স্বস্তিকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ১১:১০ এএম

শেয়ার করুন:

ধুতি-পাঞ্জাবি পরে বৈপ্লবিক বার্তা স্বস্তিকার

লিঙ্গ বৈষম্যের ঘোর বিরোধী স্বস্তিকা মুখার্জী। নারী-পুরুষ আলাদা বিভাজন তার অপছন্দ। আর সেকারণে সম্প্রতি পুরুষের পোশাক পরিধান করে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন: এবার স্বস্তিকার তোপের মুখে রূপঙ্কর


বিজ্ঞাপন


পোশাকশিল্পী অভিষেক রায়ের সৌজন্যে কালো বেনিয়ান পাঞ্জাবি আর দুধসাদা চুনোট ধুতি। পায়ে কোলাপুরি চটি। নাক, গলা ও আঙুলে ঝলমলে পাথরের মিনাকারি গয়না। সব মিলিয়ে ওই ছবিতে স্বস্তিকা অনিন্দ্য সুন্দরী রূপে ধরা দিয়েছেন।

আরও পড়ুন: স্তন দেখাতেও আপত্তি নেই স্বস্তিকার

ভারতীয় গণমাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন, মূলত লিঙ্গভেদ দূর করতে এই বৈপ্লবিক বার্তা। সমাজ সংস্কারে নারী-পুরুষের ভেদাভেদ দূর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: অশ্লীল মন্তব্যকারীকে এক হাত নিলেন স্বস্তিকা


বিজ্ঞাপন


স্বস্তিকা বলেন, ‘আমরা মুখে কেবল লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলি। কিন্তু বাস্তবে সেটা হয় না। তবে এটা খুব জরুরী। যদিও আজকাল অনেক পুরুষ শাড়ী পরে বৈষম্য দূরের বার্তা দিচ্ছেন। তাই আমিও পুরুষের পোশাক পরিধান করলাম।’

আরও পড়ুন: সেলফি তোলার লোভ দেখাচ্ছেন স্বস্তিকা

এদিকে ধুতি-পাঞ্জাবিতে স্বস্তিকাকে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রশংসা ও সমালোচনা—দুটিই জুটেছে ওই ছবিগুলোর মন্তব্যের ঘরে। তবে প্রশংসার পাল্লাটাই ভারি ছিল।

আরএসও  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর