সোমবার, ৬ মে, ২০২৪, ঢাকা

স্তন দেখাতেও আপত্তি নেই স্বস্তিকার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

স্তন দেখাতেও আপত্তি নেই স্বস্তিকার

বাণিজ্যিক সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় স্বস্তিকা মুখার্জীর। এরপর টানা এই ঘরানার কয়েকটি ছবিতে অভিনয় করেন। মোটামুটি সফলতাও পাচ্ছিলেন। একটা সময় ক্যারিয়ারে বৈচিত্র্যতা আনতে বিকল্পধারার সিনেমায় নাম লেখান। এই মাধ্যমে তার সফলতার পাল্লা ভারি হয়ে ওঠে। ফলাফল, বাণিজ্যিক সিনেমাকে বিদায় জানিয়ে ভিন্নধারারা সিনেমায় থিতু হন।

শুধু টলিউড নয়। বলিউডেও নাম লেখান স্বস্তিকা। তার অসাধারণ অভিনয়ে মুগ্ধ হন দর্শক। মূলত, নিজের চরিত্র পর্দায় ঠিকটাক ফুটিয়ে তুলতে মোটেই কার্পণ্য করেন না। প্রয়োজনে খোলামেলাভাবে উপস্থিত হতেও আপত্তি থাকে না তার। সেকারণে, তার গ্রহণযোগ্যতা এতটা বেশি।


বিজ্ঞাপন


তবে স্বস্তিকার এমন খোলামেলা রূপে হাজির হওয়া অনেকে স্বাভাবিকভাবে নেন না। নেটিজেনরা নানারকম কটাক্ষ করেন তাকে। এটা নিয়ে তিনি একটি ভারতীয় গণমাধ্যমে কথা বলেছেন।

Swastika

স্বস্তিকা বলেন, ‘গত বছর আমি একটি ছবি পোস্ট করেছিলাম। ওই ছবির পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলাম। তখন আমি বলেছিলাম, আমি একজন প্রোফেশনাল হিরোইন। সিনেমায় কাজের সময় যেভাবে দর্শকের জন্য আমার স্তন তুলে ধরা দরকার, সেভাবে তুলে ধরব। কারণ, আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের একটি অংশ। অভিনয় আমার রোজগারের মাধ্যম। তাই চরিত্রের প্রয়োজনে বডি শিমার লাগাব। প্যাডেড ব্রা কিংবা পুশ-আপ পরব। তারপর আমার কাজ যেখানে শেষ হবে, তার বাইরে ব্রা না পরে ছবি পোস্ট করলে যদি সেটা মানুষের ভালো না লাগে, তাহলে তার দায়টা তো আমার নয়।’

এ ছাড়া বলিউডে নিজের ব্যর্থতা নিয়েও কথা বলেছেন স্বস্তিকা। তিনি বলেন, “আপনার বিশ্বাস হবে না ‘পাতাললোকে’র মতো সিরিজে বা ‘দিল বেচারা’র মতো ছবিতে অভিনয় করার পরেও শেষ এক বছরে আমি মুম্বাইতে ১১টা কাজের জন্য অডিশন দিয়েছিলাম। সেই ১১টা কাজই হয়নি। একটি-দুটি নয়, ১১টা কাজ। স্টুডিওতে গিয়ে অডিশন দিয়েছি। শ্যুট করে পাঠিয়েছি। তারপরেও সুযোগ পাইনি। আমার জায়গায় সেই অভিনয়টা অন্য কেউ করেছেন। পরিচিত বন্ধুবান্ধবরাও করেছে। পরে দেখে বুঝেছি, এই সিনটারই তো অডিশান দিয়েছিলাম। তার মানে কি আমার সব শেষ? কাজটা দেখার পর যারা আমার অডিশান নিয়েছিল তাদের ফোন করে জানতে চেয়েছি, আমার মধ্যে কী কী খামতি ছিল। কারণ, যাতে আমি সেটা নিয়ে কাজ করতে পারি। অভিনয়টাই করতে চেয়েছি। দামি গাড়ি-বাড়ি আর জামা নিয়ে কোনোদিন ভাবিনি।’


বিজ্ঞাপন


Swastika

এদিকে স্বস্তিকা অভিনীত ‘শ্রীমতি’ শিরোনামের একটি ছবি মুক্তি পাবে ৮ জুলাই। ছবিতে আরও অভিনয় করছেন সোহম চক্রবর্তী। স্বস্তিকা ও সোহম এই প্রথম একসঙ্গে কাজ করলেন।

এক উচ্চ মধ্যবিত্ত পরিবারের গল্প এই ছবি। অগোছালো গৃহবধূ ‘শ্রী’ তার স্বামীর প্রেমে মগ্ন। ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মাধ্যে নিজের পরিচয় ক্রমশও হারিয়ে ফেলেছেন তিনি।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর