শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিচ্ছেদের ঘোষণা দিয়ে স্বামী বিরুদ্ধে মামলা অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪১ এএম

শেয়ার করুন:

বিচ্ছেদের ঘোষণা দিয়ে স্বামী বিরুদ্ধে মামলা অভিনেত্রীর

পারিবারিক সহিংসতা ও মানসিক নির্যাতনের অভিযোগে পিটার হাগের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। বিচ্ছেদের সঙ্গে সঙ্গে প্রতারণা ও আর্থিক জবরদস্তির অভিযোগ এনে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন এই অভিনেত্রী। 

সেলিনার স্বামী পিটার একজন অস্ট্রেলিয়ান হোটেল ব্যবসায়ী। ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাঁদের তিন সন্তান রয়েছে। সেলিনা অভিযোগ করেছেন তার সন্তানদের সঙ্গে যোগ ছিন্ন করেছেন পিটার। বর্তমানে তার তিন সন্তান পিটারের সঙ্গে আছেন। তারা ওই দেশের নাগরিক।  জানা গেছে, সন্তানদের নিজের হেফাজতে রাখতে আদলতে লড়ছেন এই অভিনেত্রী।     

celina-jaitley-and-peter-haag

এদিকে পিটারের বিরুদ্ধে করা মামলা প্রসঙ্গে সেলিনার আইনজীবী নিহারিকা করঞ্জাওয়ালা মিশ্র বলেন, ‘দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন, জোরজবরদস্তি, আর্থিক নিয়ন্ত্রণ আর সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা চলেছে। বিশেষ করে ২০১৭ সালে সেলিনার বাবা-মা ও তার এক সন্তানের মৃত্যু পরবর্তী দুর্বল মানসিক অবস্থাকে কাজে লাগানো হয়।’

এই আইনজীবীর দাবি, ২০১৭ সালে অভিনেত্রী মানসিকভাবে ভেঙে পড়লে সেসময় তাকে চাপ সৃষ্টি করে সেলিনার মুম্বাইয়ের ফ্ল্যাটটি গিফট ডিড করে নিজের নামে নেন পিটার। মামলায় আরও অভিযোগ রয়েছে, সেলিনাকে নিয়মিত হুমকি দেয়া হতো। 


বিজ্ঞাপন


নিহারিকার কথায়, “পিটার প্রায়ই সেলিনাকে অপমান করে বলতেন, ‘তোমাকে দেখে মানুষ ভাববে আমি কাজের লোকের সঙ্গে হাঁটছি’। এমনকি সেলিনার মুখ বিকৃত করে দেওয়ার হুমকি দিতেন।”

celina-jaitley-1681222949

মামলার খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় সেলিনা লিখেছেন, “জীবনের সবচেয়ে বড় ঝড়ের মধ্যে দাঁড়িয়ে লড়াই করছি। নেই বাবা-মা, নেই কোনো শক্ত ভিত্তি, নেই সেই মানুষও যে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই ঝড় আমাকে শেষ করেনি বরং নতুন করে তৈরি করেছে। আমি পড়ে গেলে ওঠার শিক্ষা পেয়েছি। আমার যোদ্ধা ভাইয়ের জন্য লড়াই, আমার সন্তানদের জন্য লড়াই, আমার সম্মানের জন্য লড়াই।”

পিটারের নির্যাতন থেকে বাঁচতেই চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রিয়া থেকে পালিয়ে মুম্বাই চলে আসেন অভিনেত্রী সেলিনা। 

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর