অভিনেত্রী হিসেবে খ্যাতি রয়েছে তার। প্রেমিকের সঙ্গে লম্বা সম্পর্কের কারণেও পরিচিত। অনেকে তাদের পাওয়ার কাপল বলে ডাকেন। তবে এসব খ্যাতির আড়ালে অন্ধকার একটি জগত রয়েছে এ বলিউড অভিনেত্রীর। কাজ করেন এসকর্ট হিসেবে। ভারতীয় এক বেসরকারি সংস্থার এক গোয়েন্দা দাবি করেছেন। দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তান্যা পুরি নামের ওই গোয়েন্দা জানান, অভিনেত্রী পরিচয়ের আড়ালে অনেক দিন ধরে অর্থের বিনিময়ে লোকজনদের সঙ্গ দেন। এসকর্ট হয়ে ঘুরে বেড়ান বিভিন্ন শহরে। তার প্রেমিকও এ বিষয়ে বিন্ধুমাত্র অবগত নন।
বিজ্ঞাপন
তান্যা বলেন, “এই অভিনেত্রী বলিউডের সঙ্গে বহু দিন ধরে জড়িত। কর্মজীবনের একটা সময়ে তিনি খুব একটা কাজ পাচ্ছিলেন না। তবে বলিউডে এই অভিনেত্রীর ভাবমূর্তি খুব পরিষ্কার বা স্বচ্ছ। এক ব্যক্তির সঙ্গে এই অভিনেত্রী সম্পর্কে রয়েছেন। কিন্তু সেটা বাইরের লোককে দেখানো ছাড়া কিছু নয়।”
অর্থের বিনিময়ে দেশ-বিদেশ ও বিভিন্ন শহরে মানুষের সঙ্গে দেখা করে, সময় কাটিয়ে অর্থ উপার্জন করেন এই অভিনেত্রী। দাবি তান্যার। এই অভিনেত্রী যার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তিনি বলিউডের বাইরের। একটা সময়ের পরে তার মনে সন্দেহ তৈরি হয়। তখন তিনিই তান্যার কাছে এসেছিলেন সাহায্য চাইতে। বলেছিলেন, “আমার মনে হয়, ও আমাকে ঠকাচ্ছে।”
প্রেমিকের থেকে পাওয়া তথ্যের ওপর ভর করে ওই অভিনেত্রীর ওপর নজরদারী শুরু করেন ঝানু এ গোয়েন্দা। অল্প দিনেই বেরিয়ে আসে থলের বিড়াল। জানতে পারেন প্রেমিকের সঙ্গে সম্পর্ক লোক দেখানো। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। বিভিন্ন দেশ-বিদেশে প্রায়ই যান। বিলাসবহুল জীবনযাপনের জন্যই নাকি এমন করে থাকেন এই অভিনেত্রী। তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেননি তান্যা।

