দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত তনুশ্রী দত্ত। তবুও বলিউডে তিনি প্রসঙ্গিক। সাম্প্রতিক সময় নানা মন্তব্যের জেরে সংবাদের শিরোনাম ‘আশিক বনায়া আপনে’ গানের অভিনেত্রী। ২০১৮ সালে ভারতীয় চলচ্চিত্র জগতে ‘মি টু’ আন্দোলনের শুরুটা করেন এ অভিনেত্রী। এরপর একাধিক পরিচালক ও সহ-অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
এবার ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চকলেট’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তনুশ্রী। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি বলেন, শুটিংয়ের না থাকা সত্ত্বেও তাঁকে সেটে ডাকা হত। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসিয়ে রাখা হত, অথচ কোনো দৃশ্যেই তাঁকে ব্যবহার করা হত না। এমনকি, পুরো ইউনিটের সামনে শর্ট ড্রেস পরে বসে থাকতে বাধ্য করা হত। কোনো বড় পোশাক দিয়ে নিজেকে ঢাকতে গেলেও তা করতে দেওয়া হত না। এর সবটাই করা হত পরিচালকের কথা মতো।

তনুশ্রীর কথায়, “শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, গাউন পরতে গেলে বলা হত 'না, শট আসছে, খুলে ফেলো'। এভাবে আমাকে সবার সামনে বসিয়ে রাখা হত।”
এখানেই শেষে না, তিনি আরও অভিযোগ করেন যে এক সময় এক দৃশ্যে, যেখানে তনুশ্রীর থাকা জরুরি ছিল না। সে দৃশ্যে তাঁকে পোশাক খুলে নাচাতে বলেন বিবেক অগ্নিহোত্রী। অভিনেত্রীর ভাষ্য, “আমাকে উনি বলেন, কাপড় খুলে নাচো’। আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তখন ইরফান খান ও সুনীল শেট্টি এগিয়ে এসে আমায় বাঁচান।”

বলে রাখা ভালো, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত হলিউড সিনেমা ‘ট্যাঙ্গল্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক আদিত্য দত্ত ২০০৫ সালে নির্মাণ করেন ‘আশিক বনায়ে আপনে’ সিনেমা। এই সিনেমায় ইমরান হাশমি-তনুশ্রী দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনু সুদ, বিবেক ভাসওয়ানি, জাবিন খান, নবীন নিসকল প্রমুখ।
ইএইচ/

