বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে ভারতীয় পুলিশ ১৯ জানুয়ারি গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছিল। শার্লিন চোপড়ার করা এক মামলায় জিজ্ঞাসাবাদের পর সেদিনই ছেড়ে দেওয়া হয় তাকে। মায়ের অসুস্থতা, হাঁটুর বয়সী স্বামীর সঙ্গে সমস্যার মাঝে এই আইনি জটিলতা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল রাখির জন্য। এবার কিছুটা স্বস্তি মিলল। ভারতীয় আদালত থেকে সময় দেওয়া হয়েছে রাখিকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে রাখিকে। এরমধ্যে তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। দেশটির হাইকোর্ট থেকে এসেছে এ নির্দেশ।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার দুপুরে ভারতীয় পুলিশ গ্রেফতার করে রাখিকে। সেদিন দুপুরে স্বামী আদিল দুরানির সঙ্গে একটি নাচের অ্যাকাডেমি খোলার কথা ছিল তার। কিন্তু তার আগেই মুম্বাইয়ের আম্বোলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। খবরটি দিয়েছিলেন, বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। কেননা তার করা এক মামালার ভিত্তিতেই আটক করা হয়েছিল রাখিকে।
এ নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘ব্রেকিং নিউজ়! ৮৮৩/২০২২ এফআইআরের ভিত্তিতে আম্বোলি পুলিশ গ্রেফতার করেছে রাখি সাওয়ান্তকে। গতকাল রাখির এবিএ ১৮৭০/২০২২ নাকচ করেছে মুম্বইয়ের সেশন কোর্ট।’
শার্লিন-রাখি দ্বন্দ্বের শুরু হয় সালমান খানের শো বিগ বসকে কেন্দ্র করে। এই শোয়ে সাজিদ অতিথির আসন গ্রহণের পর থেকেই বিতর্কের শুরু। শার্লিনসহ কয়েকজন অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনেস্তার অভিযোগ আনেন। এক পর্যায়ে মামলা ঠুকে দেন শার্লিন।
এরপরই সরব হন রাখি। তিনি সাজিদের পক্ষে দাঁড়ান এবং শার্লিনকে নিয়ে মিমিক্রি করেন। তারপরই রাখি-শার্লিনের দ্বন্দ্বের সূত্রপাত। শার্লিনও রাখিকে তির্যক বাক্যবাণে জর্জরিত করেন।
বিজ্ঞাপন
প্রথমে শার্লিন চোপড়ার বিরুদ্ধে মামলা করেন রাখি সাওয়ান্ত। এ ঘটনার পর ব্যক্তিজীবন নিয়ে আক্রমণ করায় রাখির বিরুদ্ধে পাল্টা মামলা করেন শার্লিন।
আরআর

