রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিনেতা-প্রযোজককে জুতা পেটা করলেন অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

অভিনেতা-প্রযোজককে জুতোপেটা করলেন অভিনেত্রী 

কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এর লাল গালিচায় নজর কেড়েছিলেন অভিনেত্রী রুচি গুজ্জার। গলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকেট পরে রেড কার্পেটে উপস্থিত হন। তাঁর ভিন্ন সাজ গোটা বিশ্বের নেটিজেনদের নজর কেড়েছিল। এবার মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন সময় প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংকে জুতা পেটা করলেন অভিনেত্রী। 

ইতোমধ্যে মারধরের একটি ভিডিও সোশ্যালমিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রযোজক করণের সঙ্গে তর্ক করার সময় চিৎকার করছেন রুচি। প্রথমে চিৎকার চেঁচামেচি, তারপর মেজাজ হারিয়ে প্রযোজককে জুতা দিয়ে মারতে শুরু করেন। 


বিজ্ঞাপন


ওই ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেন, শুধুমাত্র প্রযোজক এবং অভিনেতাকে মারার উদ্দেশ্যে সিনেমা হলে এসেছিলেন তিনি। স্পেশাল স্ক্রিনিংয়ের সময়, প্রযোজকরা উপস্থিত ছিলেন। রুচি তখন একদল বিক্ষোভকারীর সঙ্গে উপস্থিত হন। তারপর সবাইকে নিয়ে প্রযোজকের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।

Screenshot_2025-07-26_165516

বিক্ষোভকারীদের হাতে ছিল প্রযোজকদের ছবি আঁকা প্ল্যাকার্ড। ছবির মুখে দেওয়া ছিল লাল ক্রস চিহ্ন। রুচি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রযোজক চৌহান গত বছর তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন তিনি একটি হিন্দি ধারাবাহিক প্রযোজনা করছেন। যা খুব তাড়াতাড়ি সোনি টিভিতে সম্প্রচারিত হবে। সে সময় রুচিকে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন চৌহান। 


বিজ্ঞাপন


সহ-প্রযোজক হওয়ার জন্য প্রয়োজনীয় নথিও পাঠিয়েছিলেন। এরপর ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারির পর্যন্ত অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ থেকে বেশ কিছু পরিমাণ অর্থ চৌহানের অ্যাকাউন্টে স্থানান্তরিত করেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও সিরিয়ালটি নির্মাণ শুরু করেননি চৌহান। অন্যদিকে টাকাও ফেরত দিচ্ছেন না। 

রুচি গুজ্জর অভিযোগ করেন, তাঁর ইনভেস্টের টাকা সিরিয়ালে নয়, বরং ‘সো লং ভ্যালি’ সিনেমা প্রযোজনার জন্য ব্যয় করেছেন চৌহান। অভিনেত্রীর টাকা ফেরত চাইলে প্রযোজক তা দিতে অস্বীকার করেন এবং একের পর এক হুমকি দিতে শুরু করেন। 

Screenshot_2025-07-26_165459

অভিনেত্রীর ভাষ্য, ‘যখন আমি জানতে পারি যে ছবিটি ২৭শে জুলাই মুক্তি পাচ্ছে। তখন আমি করণ সং চৌহানকে আমার টাকা ফেরত দিতে বলি। তারপর থেকে তিনি আমাকে হুমকি দিতে শুরু করেন।’

২৫ লক্ষ রুপি প্রতারণার অভিযোগে চৌহানের বিরুদ্ধে একটি মামলা করেছেন অভিনেত্রী রুচি। মামলার অভিযোগ প্রমাণের জন্য ব্যাংক লেনদেনের রেকর্ড জমা দিয়েছেন।  
  
ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর