শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারত-পাকিস্তান ইস্যুতে ফলোয়ার কমেছে বলিউড তারকাদের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান ইস্যুতে ফলোয়ার কমেছে বলিউড তারকাদের 

দিন দুয়েক আগে ভারত-পাকিস্তান যুদ্ধে উত্তাল ছিল সামাজিক মাধ্যম। এ সময় দেশের হয়ে কথা বলেছে গোটা বলিউড। বি-টাউনের ডাকসাইটে তারকারা পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ছিলেন সরগরম। 

এর খেসারত দিতে হচ্ছে আলিয়া ভাট, অজয় দেবগন, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরদের। সামাজিক মাধ্যমে প্রমাণ সংখ্যক ফলোয়ার কমেছে তাদের। 

eouqwydza06e1

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অপারেশন সিঁদুরের প্রশংসা করে পাকিস্তানের বিপক্ষে কথা বলায় একদিনে আলিয়া ভাট হারিয়েছেন ১ লাখ আনুসারী। 

একই কারণে অজয় দেবগনকে আনফলো করেছেন ২০০০০ ফলোয়ার, কার্তিক আরিয়ান হারিয়েছেন ৬০ হাজার অনুসারী। বাদ যাননি জাহ্নবী কাপুর, সারা আলী খানও। তারা দুজনে ফলোয়ার হারিয়েছেন যথাক্রমে ৪০ হাজার ও ২৫ হাজার অনুসারী।

sara_20241019_143918406

মে মাসের ৭-৮ তারিখ থেকে বলিউড তারকাদের ফলোয়ার সংখ্যায় এই ধ্বস নামে। যদিও যুদ্ধ বিরতি ঘোষণার পর সামাজিক মাধ্যমে তিক্ততা কমেছে। ফলে ফের কপাল খুলেছে তারকাদের। বাড়তের শুরু করেছে তাদের অনুসারী সংখ্যা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর