শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোদির ছবি ঝোলানো নেকলেস পরে কানের মঞ্চে অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

মোদির ছবি ঝোলানো নেকলেস পরে কানের মঞ্চে অভিনেত্রী

ফ্রান্সের কান সৈকতের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে গত মঙ্গলবার ১৩ মে পর্দা উঠেছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের। ইতোমধ্যে বিশ্বের সিনেমাপ্রেমীরা পৌঁছে গেছেন কান উৎসবে। তারকাদের চোখ ধাঁধানো পোশাক আর সাজসজ্জা মোহিত করেছে উপস্থিত দর্শকদের। 

কান চলচ্চিত্র উৎসব ২০২৫: পর্দা উঠলো ৭৮তম আসরের


বিজ্ঞাপন


কান চলচ্চিত্র উৎসবে সিনেমার প্রাধান্য বরাবরই ৷ পাশাপাশি রেড কার্পেটে নজর থাকে তারকাদের ঝলমলে পোশাকের ওপরেও ৷ ঊর্বশী রাউতেলা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নীতাংশি গোয়েল, মৌনি রায়ের মতো তারকারা ইতিমধ্যেই নজর কেড়েছেন উপস্থিত দর্শকদের ৷ তবে যেন সবাইকে ছাপিয়ে গেলেন অভিনেত্রী অভিনেত্রী রুচি গুজ্জার ৷

1200-675-24207292-thumbnail-16x9-aaaa 

৭৮ তম কান চলচ্চিত্র উৎসব যেন মোদিময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে তৈরি নেকলেস পরে কানের সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। রুচির পরনে ছিল সোনালি রঙের লেহেঙ্গা। ছোটো ছোটো কাচ আর সুতোয় কারুকাজে ভরা পোশাক। মানানসই বাঁধনির ওড়না পরতে দেখা যায় তাকে। তবে সবকিছুকে ছাপিয়ে যায় নেকলেসটি। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে তিনি এই নেকলেস পরেছেন। 

কান ২০২৫-এ রাজনীতি ও প্রযুক্তি আধিপত্যের চলচ্চিত্রগুলোর জয়জয়কার


বিজ্ঞাপন


রুচি তার নেকলেস নিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী মোদী বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি নতুন করে সংজ্ঞায়িত করেছেন। সেই গর্ব আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম ৷ এই নেকলেসটি ছিল তাঁর নেতৃত্বের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।'  

whatsapp_image_2025-05-20_at_8.12.34_pm

রুচি গুজ্জর হরিয়ানার সিনেমা ইন্ড্রাস্ট্রির অভিনেত্রী। ২০২৩ সালে মিস হরিয়ানা হয়েছিলেন। কানের মঞ্চে দেখা যায় রাজস্থানি পোশাকে। তবে নজর কাড়ে তার নেকলেস। প্রধানমন্ত্রী মোদির মুখ ছিল সেই নেকলেসে। সেই ছবি  নিয়ে সরগরম নেটপাড়ায়।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর