ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনয় জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর ২০১৮ সালে চার হাত এক করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। বিয়ের পাঁচ বছর পর কোলআলো করে একমাত্র ছেলে রুহান। এখনও তার বয়স ৩ বছর পার হয়নি। তারকা জুটির সুখের সংসারের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেন। তবে এবার ইব্রাহিম-দীপিকা ভক্তদের জন্য রয়েছে মন খারাপ করা খবর।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা ইব্রাহিম। যেখানে দুই চোখ অশ্রুসিক্ত। এই কান্না স্ত্রী দীপিকার জন্য। গুরুতর অসুস্থ অভিনেত্রী। পেটে একটি টিউমার ধরা পড়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। এর আগে পেটের যন্ত্রণার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে অ্যান্টিবায়োটিক দেয়। যা খেয়ে অভিনেত্রীর পেটের যন্ত্রণা সেরেও গিয়েছিল। সম্প্রতি আবারও পেটে যন্ত্রণা শুরু হয়। তখন টেস্ট করলে নায়িকার পেটে একটি বড় টিউমার ধরা পড়ে।
বিজ্ঞাপন
শোয়েব বলেন, ‘দীপিকার লিভারের বাম দিকে একটি টিউমার ধরা পড়েছে। যা একটি টেনিস বলের থেকেও বড়! এই খবরটা শুনে আমরা খুবই অবাক। কীভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না।’

অভিনেতা আরও বলেন, ‘টিউমারের কথা জানার পর আমরা সবাই ভয় পেয়েছিলাম। আমরা ধারণা করছিলাম এটা হয়ত ক্যানসারে রূপ নিয়েছে। তবে এখন পর্যন্ত রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। এখনও আরও পরীক্ষা-নিরীক্ষা করা বাকি আছে।’ আগামী সপ্তাহে বাকি রিপোর্ট হাতে আসলেই অস্ত্রোপচার করা হবে দীপিকার এমনটি জানিয়েছেন এই অভিনেতা।
চাঙ্কি পাণ্ডের কারণে গভীর ক্ষত বলিউড অভিনেত্রীর শরীরে
শোয়েবের এখন অন্য চিন্তা। ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে। দীপিকা হাসপাতালে থাকাকালীন ছোট ছেলেকে কীভাবে সামলাবেন তিনি, তা ভেবেই রাতের ঘুম উড়েছে অভিনেতার।
ভিডিওবার্তায় সকলকের কাছে দীপিকার সুস্থতার জন্য প্রার্থনা কামনা করেছেন। যদি কেউ তাদের ঘৃণাও করেন তারাও যেন এই কঠিন সময় তারকা জুটির পাশে থাকেন সেই অনুরোধই করেছেন শোয়েব।
ইএইচ/

