রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জেলে টয়লেটের পানি দিয়ে কফি খেয়েছেন বলিউড অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৪ এএম

শেয়ার করুন:

জেলে টয়লেটের পানি দিয়ে কফি খেয়েছেন বলিউড অভিনেত্রী

মাদক মামলায় জড়িয়েছিল বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেইরার নাম। তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। আর সেকারণে প্রায় ২৬ দিন ধরে আমিরশাহীর শারজা কারাগারে বন্দীদশা কাটাতে হয়েছে তাকে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই মুক্তি পাবেন অভিনেত্রী। এ কথা জানিয়েছেন ক্রিসিনের ভাই।

জেলবন্দী অবস্থায় কাটানো এই ২৬ দিন ক্রিসনের কাছে ছিল দুঃস্বপ্নের মত। যন্ত্রণার কথা তিনি ভাইকে চিঠি লিখে জানিয়েছিলেন। বোনের চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। যা এখন রীতিমতো ভাইরাল নেট-দুনিয়ায়।


বিজ্ঞাপন


চিঠিতে ক্রিসন লিখেছেন, ‘একটা কাগজ আর একটা কলম খুঁজে পেতে প্রায় তিন সপ্তাহ পাঁচ দিন সময় লাগল আমার। জেলবন্দী অবস্থা খুব যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে। আমি সার্ফ দিয়ে গোসল করতে বাধ্য হয়েছি। টয়লেটের পানি দিয়ে খেতে হয়েছে কফি। তবে প্রতিটা মুহূর্ত যে তোমরা আমার সাথে ছিলে সেটার জন্য আমি ভীষণ গর্বিত। আমি গর্বিত বলিউড ফিল্ম দুনিয়ার একজন অংশ হিসেবে।’

এই লড়াইয়ে পরিবার এবং প্রিয়জনেরা যে তার পাশে থেকেছে তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন ক্রিসন। ভক্তদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। প্রকৃত অপরাধী গ্রেফতার হওয়ায় খুশি তিনি। চিঠিতে তিনি শেষে লিখেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব আমি দেশে ফিরতে চাই। অবশেষে এটা প্রমাণিত হয়েছে যে, আমি কোন অপরাধ করিনি। এবং যারা অপরাধ করেছে তাদের আটক করেছে মুম্বাই পুলিশ।’

অভিনেত্রীকে ফাঁসানোর অভিযোগে অ্যান্টনি পল এবং তার এক সহযোগী রাজেশ বাভোতে ওরফে রবিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী মাসের ২ তারিখ পর্যন্ত তাদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর