আশির দশকে বলিউডে আবির্ভাব চাঙ্কিপাণ্ডের। জনপ্রিয় নায়িকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। নিজেও পেয়েছিলেন জনপ্রিয়তা। তবে তার কারণে বিপত্তিতে পড়েছিলেন বি-টাউনের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নীলম কোঠারি। শরীরে গভীর ক্ষত হয়েছে তার।
ঘটনা ১৯৮৭ সালের। নীলম ততদিনে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন। তুলনায় চাঙ্কি নতুন। যদিও তাদের বন্ধুত্ব অনেক দিনের। ‘আগ হি আগ’-ছবির শুটিংয়ে এই বিপত্তি ঘটে নীলমের সঙ্গে। চিত্রনাট্য অনুযায়ী অন্য একজনের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে নীলমের। বিয়ের মণ্ডপ থেকে অভিনেত্রীকে তুলে নিয়ে যাবেন চাঙ্কি। গোটাটাই হবে মোটরবাইকে। শট শুরু হওয়ার আগে বারবার চাঙ্কিকে জিজ্ঞেস করে নেন নীলম তিনি আদৌ বাইকে চালাতে পারেন তো! আশ্বস্ত করেছিলেন চাঙ্কিও। কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারলেন না অনন্যার বাবা।
বিজ্ঞাপন
নীলম বলেন, ‘‘দৃশ্য শুরু হতেই মোটরবাইক নিয়ে হাজির হয় চাঙ্কি। কনেকে বিয়ের শাড়ি পরেই উঠতে হবে বাইকে। চাঙ্কি এমন সময় এস্কেলেটরে চাপ দিতেই বাইক থেকে পড়ে যাই আমি। আমার ওপর পড়ে যায় বাইকটা। পায়ে অনেকটা পুড়ে যায় আমার। সেই দাগ এখন রয়েছে আমার।’’
নীলম বলিউডে পা রাখেন ১৯৮৪ সালে কর্ণ সিংহের সঙ্গে ‘জওয়ানি’সিনেমার মাধ্যমে। পরে জুটি বাঁধেন গোবিন্দের সঙ্গে। এ জুটির বেশ কিছু হিট ছবি রয়েছে। এরমধ্যে ‘লভ ৮৬’, ‘ইলজ়াম’, ‘সিন্দুর’, ‘খুদগর্জ’, ‘হত্যা’, ‘ফর্জ কি জং’।