বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ঢাকা

অরিজিতের কারণে ক্যারিয়ার ডুবেছিল যে শিল্পীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

বর্তমান সময়ে ভারতের সবথেকে জনপ্রিয় প্লে-ব্যাক গায়ক অরিজিৎ সিং। বাংলা হোক কিংবা হিন্দি—অরিজিতের গান না থাকলে যেন সিনেমা পূর্ণতা পায় না। কণ্ঠ দিয়ে সবাইকে মুগ্ধ করলেও ক্যারিয়ার ডুবিয়েছিলেন অন্য এক শিল্পীর।

কেন সাদামাটা জীবন যাপন করেন অরিজিৎ


বিজ্ঞাপন


২০০৫ সালে 'ফেম গুরুকুল' রিয়্যালিটি শোতে সংগীত পরিবেশন করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠান চলাকালীন সময় বন্ধুত্ব গড়ে ওঠে শমিত ত্যাগী নামে এক প্রতিযোগীর সঙ্গে। অরিজিৎ তার বয়সে ছোট হওয়ায় বড় ভাইয়ের মতো আগলে রাখতেন শমিত।

New-Project-2025-03-23T112510.804-2025-03-8f3a238fb45ce7b917df0266e1a021da-ezgif.com-avif-to-jpg-converter

তবে ভালোবাসার মূল্য দেননি জনপ্রিয় এই সংগীতশিল্পী। ওই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে দুইজন সবচেয়ে কম ভোট পেতেন, বাকি প্রতিযোগিরা তাদের প্রাপ্ত ভোটের কিছু ভোটে ওই দুইজনকে দিতেন। 

বাংলাদেশের অ্যাঞ্জেল নূরের গানে মুগ্ধ অরিজিৎ 


বিজ্ঞাপন


দর্শকের সবচেয়ে কম ভোট পেয়ে সেরকমই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন শমিত। তখন অন্য প্রতিযোগীদের ভোটের ওপর নির্ভরশীল হতে হয় তাকে। সেই সময় অরিজিৎ বাদে প্রায় সকলেই ভোট দিয়েছিলেন শমিতকে। অরিজিৎ ভোট দেন মণিকা নামে এক প্রতিযোগীকে। অনেকেই মনে করেন শমিতকে ঠকিয়েছিলেন অরিজিৎ। 

474120893_1170109967806574_13298047544414076_n

দর্শকেরা মনে করেন, ভাইয়ের মতো শমিতকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেছিলেন অরিজিৎ। তাই তাকে বাদ দিতে এমনটি করেছিলেন গায়ক।

কাছের মানুষ হারালেন অরিজিৎ

ওই শোয়ের মেন্টর ইলা অরুণ, এই পদক্ষেপকে 'বিশ্বাসঘাতকা'র তকমা দিয়েছিলেন।

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর