সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ঢাকা

নতুন সিনেমায় মৌ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি  ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি।

আলিয়া আমার প্রথম স্ত্রী নয় যা বললেন রণবীর  


বিজ্ঞাপন


‘ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। গত মঙ্গলবার ১৮ মার্চ থেকে রাজধানীর তেজগাঁও সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা।

cS6yO7kO.jpg

এ সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

৮ বছর ধরে নেই হিট ছবি, বিলাসবহুল দ্বীপের মালিক এই বলিউড অভিনেত্রী


বিজ্ঞাপন


তিনি যোগ করেন, ‘নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি।’

3wl6IS_0

এরই মধ্যে ছোট পর্দার অভিনয়ে নাম লেখিয়েছেন মৌ। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচার হয়েছে। ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও নিয়মিত হতে চান এই নায়িকা।

নারীর প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে হতাশ মিমি

সবশেষ তিনি বলেন, ‘আমার কাছে পর্দা বিষয় না। আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই।’

“Be_the_change_that_you_wish_to_see_in_the_world.”_-Mahatma_GandhiPC-_@mh_bipu__BhaiCostume-_@fejmo_limited

বলে রাখা ভালো,  মৌ অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত ও প্রযোজিত, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘বাংলার হারকিউলিস’, শফিক হাসানের ‘বাহাদুরী’, সুজন বড়ুয়ার ‘বান্ধব’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’। সিনেমাগুলো ধারাবাহিক ভাবে মুক্তি পাবে বলে জানিয়েছেন মৌ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর